কলকাতায় আরমান মালিকের স্টেজ শো! টিকিট বুক করুন এক্ষুনি

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 21/10/2022   শেষ আপডেট: 21/10/2022 9:49 p.m.
instagram.com/armaanmalik

আগামী ২০ নভেম্বর কলকাতায় অনুষ্ঠিত হবে আরমান মালিকের সঙ্গীতানুষ্ঠান

রোম্যান্টিক মেলোডিয়াস গান কার না শুনতে ভালো লাগে! আর গায়কের গলা যদি গানের প্রত্যেকটা শব্দকে আরও জীবন্ত করে তোলে, তখন সেই গানকে ভীষণ পরিমাণে ব্যক্তিগত মনে হয়। এই সময়কার কনিষ্ঠ গায়ক (Youngest Singer) হিসেবে আরমান মালিক (Armaan Malik), ঠিক এমন করেই হয়ে উঠেছেন ভারতীয় সঙ্গীতপ্রেমীদের কাছে গান শোনার অন্যতম ভিত। আগামী ২০ নভেম্বর তিলোত্তমার বুকে পা রাখছেন তিনি। মাত্র ৯৯৯ টাকার বিনিময় ভালো লাগার গানে জমজমাট হয়ে উঠবে আপনার রবিবাসরীয় আমেজ।

১৯৯৫ সালের ২২ জুলাই, মহারাষ্ট্রে জন্ম হয় একালের কনিষ্ঠ 'মিউজিক সেন্সেশন' (Music Sensation) আরমান মালিকের। মাত্র চার বছর বয়স থেকে শুরু করেছেন গানের তালিম নেওয়া। বলিউডের 'ওয়াজা তুম হো' (Wajah Tum ho) , 'কৌন তুঝে' (Kaun Tujhe), 'মে রাহু ইয়া না রাহু' (Main Rahoon Ya Na Rahoon)র মত গানে আরমানের কণ্ঠে যেকোনও মানুষের মধ্যে উথাল পাথাল হয়েছে। প্রেমে না পড়া ছেলেটি বা মেয়েটিও বোধ হয় আরমানের কন্ঠে মোহিত হয়ে নতুন করে প্রেমে পড়তে চেয়েছেন। তাঁর গান একবার শুনলে, বারবার শুনে যেতে ইচ্ছে হয়। একঘেয়ে তো মোটেই লাগে না, উপরন্তু কানের তথা মনের আরাম লাগে। মিষ্টি হাসি এবং মিষ্টি সুরে কলকাতাকে আচ্ছন্ন করতে আরমান খুব শীঘ্রই আসতে চলেছেন মহানগরীর বুকে। ২০ নভেম্বর রবিবার, সন্ধ্যে ৭টা থেকে শুরু হবে এই অনুষ্ঠানটি কলকাতার ওয়েস্টসাইড প্যাভিলিয়নে (Westside Pavilion)।

শুধু কলকাতাই নয়, ভারতের বিভিন্ন প্রান্তে আরমানের সুরে মোহিত হবেন শ্রোতারা। ১৯ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর চলবে বিভিন্ন রাজ্যে তাঁর অনুষ্ঠান। টিকিট কাটার জন্য 'বুক মাই শো'র (Book My Show) সাহায্য নিতে হবে। মনে রাখতে হবে টিকিট একবার কাটা হয়ে গেলে তা আর পরবর্তীতে বাতিল করা যাবে না। অনুষ্ঠান চলাকালীন মেনে চলতে হবে কোভিড বিধি। অনুষ্ঠান শুরু হওয়ার ৩০ মিনিট পূর্বে যথা স্থানে পৌঁছতে হবে। কোনও কারণে অসুস্থ বোধ করলে কিন্তু টিকিট না কাটাই শ্রেয় হবে।