কোভিড-১৯ শরীর থেকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারে এই নতুন ওষুধ, শুরু ট্রায়াল

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 18/05/2021   শেষ আপডেট: 18/05/2021 9:16 p.m.

বিজ্ঞানীরা আপাতত এই নতুন ওষুধের ট্রায়াল' শুরু করেছেন ইঁদুরের ওপরে

করোনা মোকাবিলায় এবারে বিজ্ঞানীদের হাতে চলে এলো একটি নতুন অস্ত্র। বিজ্ঞানীরা এমন একটি অস্ত্র বানিয়ে ফেলেছে যার মাধ্যমে খুব সহজে দেহ থেকে করোনাভাইরাস মেরে ফেলা সম্ভব। বর্তমানে ইদুর এবং গিনিপিগের দেহে এটির টেস্টিং চলছে। জানা যাচ্ছে করোনাভাইরাস মারতে এই ওষুধ ৯৯ শতাংশ কার্যকরী। অস্ট্রেলিয়ার মেঞ্জি হেলথ ইন্সটিটিউট এবং আমেরিকার সিটি অফ হোপ এই দুটি সংস্থা মিলে এই ধরনের জিন সাইলেনসিং আরএনএ টেকনোলজি তৈরি করেছে। এই টেকনোলজি ব্যবহার করে সর্স-কভ-২ ভাইরাসের জিনোম সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া যায়। এই ওষুধটির এমন ক্ষমতা আছে, যার মাধ্যমে এটি ওই ভাইরাসকে আটকে দিতে পারে, এবং এই ভাইরাসের রেপ্লিকেশন সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া সম্ভব হয়। তারপরে ওই ভাইরাস আর বংশবৃদ্ধি করতে পারে না।

আপাতত ইদুরের দেহে এই ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে এবং একজন বিজ্ঞানী জানিয়েছেন এই প্রয়োগ বেশ ভালো ভাবেই সফল। তাদের মতামত ইঁদুরের শারীরিক অবস্থা আগের থেকে অনেক ভালো হয়েছে এবং ওই ইঁদুরের দেহের আক্রান্ত বেশ কিছু কোষ সরে গেছে। আমাদের এই ঔষধটি কোষে ঢুকে পড়ে করোনাভাইরাস কে বংশবৃদ্ধি করতে বাধা দেয়। বিজ্ঞানীরা বলছেন, "ইতিমধ্যেই আমরা ইঁদুরের দেহ থেকে ৯৯ শতাংশ ভাইরাস কমিয়ে ফেলতে পেরেছি। ওই ভাইরাসের জিনোম ধ্বংস করে ফেলে এই ওষুধ এবং তার ফলে ভাইরাস আর বংশবৃদ্ধি করতে পারে না। আমরা আক্রান্তের শরীরের বেশ কিছু ন্যানো পার্টিকেল প্রবেশ করিয়ে দিয়ে ভাইরাস ধ্বংস করতে পারি। ওই ন্যানো পার্টিকেল রক্ত প্রবাহের মধ্যে প্রবেশ করে ওই কোষগুলিকে খুঁজে বের করে যেখানে যেখানে এই ভাইরাসটি আক্রমণ করেছে।" যে সমস্ত ব্যক্তিরা করোনা আক্রমণে আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন তাদের জন্য এই ওষুধটি সবথেকে বেশি কার্যকর হবে।