মাত্র ৪৫ মিনিটেই হাতে করোনা রিপোর্ট, আইআইটি খড়গপুর নিয়ে এলো এই নতুন ডিভাইস

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 22/04/2021   শেষ আপডেট: 22/04/2021 5:54 a.m.
COVIRAP youtube.com/watch?v=ZkZXzuaIeoQ

ভারতের র‌্যাপিড ডায়াগনস্টিক গ্রুপ অফ কোম্পানিজ এবং আমেরিকার ব্রামরটন হোল্ডিংস এর সাথেই ব্যাবসায়ীক্রীত করা হয়েছে

আইআইটি খড়গপুর সম্প্রতি তাদের নতুন ফ্ল্যাগশিপ হেলথকেয়ার প্রোডাক্ট COVIRAP কমার্শিয়াল মার্কেটের জন্য লঞ্চ করে দিয়েছে। এই প্রোডাক্ট নোভেল ডায়াগনস্টিক টেকনোলজির উপর নির্ভর করে এবং করোনা সহ আরো বিভিন্ন ধরনের ছোঁয়াচে রোগের ক্ষেত্রে কার্যকরী হবে। খড়গপুর আইআইটির রিসার্চ প্রফেসর সুমন চক্রবর্তী, ডক্টর অরিন্দম মন্ডল এবং তাদের রিসার্চ গ্রুপ এই নতুন প্রোডাক্ট তৈরি করেছে। এই প্রোডাক্ট বর্তমানে ভারতের র‌্যাপিড ডায়াগনস্টিক গ্রুপ অফ কোম্পানিজ এবং আমেরিকার ব্রামরটন হোল্ডিংস এর সাথেই ব্যাবসায়ীক্রীত করা হয়েছে। ব্রামরটন হোল্ডিংস এই Covirap টেকনোলজি অনেক জায়গায় প্রচারিত করবে ভারতের বাইরেও। ইতিমধ্যেই র‍্যাপিড ডায়াগনস্টিক Covirap টেকনোলজি ব্যাবহার করা শুরু করেও দিয়েছে। প্রথমে তারা কোভিড-১৯ এর ক্ষেত্রে এবং টিউবারকুলোসিসের ক্ষেত্রে এই টেকনোলজি ব্যাবহার করবে। তাদের সাথে থাকবে আইআইটি খড়গপুর৷

ইতিমধ্যেই এই রিসার্চ টিম নতুন আরও উন্নত একটি টেকনোলজি নিয়ে এসেছে Covirap এর ক্ষেত্রে যেখানে খুব দ্রুত এই কোভিড - ১৯ এর বিভিন্ন ধরনের ক্ষেত্রে স্টেপ ওয়াইজ আইসোথারমাল নিউক্লিক অ্যাসিড টেস্টিং করে র‍্যাপিড ডায়াগনস্টিক করা যাবে। এই ভাইরাসের তালিকায় আছে অত্যন্ত ভয়ানক সার্স-কোভ-২। শুধুমাত্র মানুষের লালারসে স্যাম্পল গ্রহণ করে মাত্র ৪৫ মিনিটের মধ্যেই Covid-19 এর মত রোগের রিপোর্ট আপনি হাতে পাবেন। রোগীর সঠিক পরিনাম এবং সঞ্চালিত প্রসারের সুবিধার জন্য এই কিটকে একটি স্মার্টফোন অ্যাপের সংগেও সংযুক্ত করা হয়েছে।