অশ্বিন, বিরাটের পর রোহিত শর্মা, ইংল্যান্ড সফরে ভারতীয় দলে ফের কোভিড হানা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 26/06/2022   শেষ আপডেট: 26/06/2022 8:45 a.m.
বিজয়ী ট্রফি হাতে ভারতের অধিনায়ক রোহিত শর্মা https://twitter.com/BCCI

ম্যাচ শুরু ১ জুলাই থেকে রোহিত শর্মা খেলতে পারবেন তো?

ভারতের ইংল্যান্ড সফরে ফের কোভিড হানা। বিরাট কোহলির পর এবার আক্রান্ত ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। রবিবার এক টুইট বার্তা মারফত বিসিসিআই (BCCI) জানিয়েছে। আপাতত ভারতের অধিনায়ক হোটেলের ঘরে নিভৃতবাসে আছেন।

ভারত ইংল্যান্ডের বর্তমানে প্রস্তুতি ম্যাচ চলছে। আগামী ১ জুলাই থেকে এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ। তার মধ্যে রোহিত শর্মা সুস্থ হবেন কী না তাই এখন চিন্তার বিষয়। প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংসে রোহিত ব্যাট করেছিলেন। তাঁর ব্যাটে এসেছিল ২৫ রান। তবে শনিবার তিনি মাঠে নামেননি। তারপর তাঁর করোনা পরীক্ষা করা হয়। সেখানেই করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।

তবে তাঁর না খেলা নিয়ে এখনও আনুষ্ঠানিক ভাবে কিছু জানায়নি বিসিসিআই। এর আগে ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। তার পরে বিরাট কোহলিও করোনার কবলে পড়েছিলেন। যদিও এখন তিনি সুস্থ এবং প্র্যাকটিস ম্যাচে নেমেছেন। এরপর ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার করোনা আক্রান্তের ঘটনায় ভারতীয় শিবিরে অস্বস্তি তৈরি হল।