দিল্লির কাছে হেরে ক্যাপ্টেন কুলের জরিমানা হল ১২ লাখ টাকা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 11/04/2021   শেষ আপডেট: 11/04/2021 5:17 p.m.
CSK vs DC twitter.com/ChennaiIPL

গতকাল ওয়াংখেড়েতে চেন্নাই সুপার কিংস দিল্লির কাছে পরাজিত হয়

চলতি বছরের আইপিএল ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ১৪ তম আইপিএলে গতকাল চেন্নাই সুপার কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের খেলা ছিল। প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়েছে ক্যাপ্টেন কুলের চেন্নাই সুপার কিংস। গতকাল প্রথম ম্যাচে দিল্লির কাছে পরাজিত হয়েছে চেন্নাই সুপার কিংস। সেই সাথে ক্যাপ্টেন কুলের ১২ লাখ টাকা জরিমানা হয়েছে। এককথায় বলা যেতে পারে কালকের দিনটা খুব একটা ভালো যায়নি মহেন্দ্র সিং ধোনির জন্য। কিন্তু কেন হঠাৎ করে ১২ লাখ টাকা জরিমানা হল ধোনির? আসলে আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, "গতকাল শনিবার ওয়াংখেড়েতে দিল্লির বিরুদ্ধে ম্যাচে চেন্নাই সুপার কিংস স্লো ওভার রেট বজায় রেখে চলছিল। আর সেই জন্যই ধোনির ওপর ১২ লাখ টাকা জরিমানা আরোপ করা হয়েছে।"

প্রসঙ্গত উল্লেখ্য, কালকের ম্যাচে ভালো খেলতেও পারেনি মহেন্দ্র সিং ধোনি। তিনি ব্যাট হাতে রানের খাতা না খুলেই আবেশ খানের দ্বিতীয় বলে বোল্ড আউট হন। তার ওপর স্লো ওভার রেটের জন্য ১২ লাখ টাকা জরিমানা হয়েছে। পাশাপাশি জানা গিয়েছে চেন্নাই সুপার কিংস দ্বিতীয়বার এরকম করলে মহেন্দ্র সিং ধোনিকে ২৪ লক্ষ টাকা এবং বাকি খেলোয়ারদের ৬ লক্ষ টাকা জরিমানা দিতে হবে।