আইপিএল থেকে ছিটকে গেলো ধোনির চেন্নাই!

তুফান সিংহরায়
প্রকাশিত: 24/10/2020   শেষ আপডেট: 24/10/2020 1:19 a.m.
iplt20

মুম্বাই 'বাঁ-হাতে' হারিয়ে দিলো চেন্নাই সুপার কিংসকে

প্রথমে বল হাতে বাঁহাতি ট্রেন্ট বোল্ট, তারপর ব্যাট হাতে বাঁহাতি কুইন্টন ডি কক এবং ঈশান কিষান। কার্যত মুম্বাইয়ের বাঁ-হাতের কাছেই হেরে গেলো ধোনির চেন্নাই। আর আজকের হারের পর ১১ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের সবার নীচে ধোনিরা। বাকি তিন ম্যাচ জিতলেও প্লে অফে যাওয়ার আশা নেই তাদের। ২০০৮ সালে শুরু হওয়া লিগে চেন্নাইয়ের এমন করুণ অবস্থা হয়নি কোনোদিন।

আজ প্রথমে ব্যাট করতে নেমে ৩ রানে ৪ উইকেট খুইয়ে ফেলে চেন্নাই। চেন্নাইয়ের বাঁহাতি ব্যাটসম্যান স্যাম করণ শেষ বল পর্যন্ত লড়াই চালিয়ে দলকে ১০০-র ওপারে নিয়ে যান। ট্রেন্ট বোল্ট নেন ৪ টি উইকেট। জবাবে ব্যাট করে কোনো উইকেট না হারিয়েই ম্যাচ নিজেদের পকেটে করে নেয় মুম্বাই।

স্কোরবোর্ড: চেন্নাই সুপার কিংস ১১৪/৯ (২০.০) স্যাম করণ - ৫২(৪৭) ট্রেন্ট বোল্ট - ৪-১-১৮-৪

মুম্বাই ইন্ডিয়ান্স ১১৬/০ (১২.২) ঈশান কিষাণ - ৬৮(৩৭) কুইন্টন ডি কক - ৪৬(৩৭)

ম্যাচের সেরা - ট্রেন্ট বোল্ট।