বক্সিং ডে টেস্টে সাউথ আফ্রিকার বিরুদ্ধে বড় জয় ভারতের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 30/12/2021   শেষ আপডেট: 30/12/2021 8:48 p.m.
https://twitter.com/CricCrazyJohns

১১৩ রানে প্রোটিয়াদের পরাস্ত করল টিম ইন্ডিয়া

সাউথ আফ্রিকার (South Africa) মাটিতে বক্সিং ডে টেস্টে বড় রানের ব্যবধানে প্রোটিয়া বাহিনীকে পরাস্ত করল বিরাট ব্রিগেড। দ্বিতীয় ইনিংসে ভারতের ছুঁড়ে দেওয়া ৩০৫ রানের টার্গেট তাড়া করতে নেমে মাত্র ১৯১ রানেই গুটিয়ে গেল সাউথ আফ্রিকা। প্রথম টেস্টে ১১৩ রানে জয় পেল টিম ইন্ডিয়া (Indian cricket team)।

সুপারস্পোর্ট পার্কে সংঘটিত এই টেস্ট ম্যাচে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। প্রথম ইনিংসে ৩২৭ রানে অল-আউট হয়ে যায় টিম ইন্ডিয়া। তবে সেঞ্চুরি করেন কেএল রাহুল (KL Rahul) এবং অর্ধ-শতরান করেন ময়ঙ্ক আগারওয়াল (Mayank Agarwal)। জবাবে ১৯৭ রানেই গুটিয়ে যায় সাউথ আফ্রিকার প্রথম ইনিংস। অনবদ্য বোলিং করে ভারতীয় বোলাররা। ৫ টি উইকেট তুলে নেন মহম্মদ শামি (Md. Shami)। তবে দ্বিতীয় ইনিংসে বল হাতে প্রত্যাঘাত করেন রাবাডা’রা। মাত্র ১৭৪ রানেই শেষ হয়ে যায় ভারতের দ্বিতীয় ইনিংস। ৩০৫ রানের লক্ষ নিয়ে খেলতে নামে প্রোটিয়া’রা। তবে দ্বিতীয় ইনিংসেও শামি, বুমরাদের (J Bumrah) সামনে বেশিক্ষণ টিকতে পারেননি সাউথ আফ্রিকার ব্যাটসম্যানরা। লাঞ্চ ব্রেকের পর অতি দ্রুত গতিতে একের পর এক উইকেট হারিয়ে ১৯১ রানেই থেমে যায় তাঁদের দ্বিতীয় ইনিংসের যাত্রা। যার ফলে পঞ্চমদিনের প্রায় অর্ধেক সময় বাকি থাকতেই জয় মুখ দেখলেন বিরাট’রা।

প্রথম টেস্টের পর বোলিং-এর দিক দিয়ে ভারতকে বেশ শক্তপোক্ত দেখালেও ব্যাটিং পারফরমেন্স নিয়ে চিন্তা রয়েই যাচ্ছে ভারতীয় শিবিরে। কোহলি, পুজারা (C Pujara), রাহানের (Ajinka Rahane)মতো অভিজ্ঞ খেলোয়াড়েরা এখনও পর্যন্ত ব্যর্থতার জাল কেটে বেরিয়ে আসতে অসমর্থ। তবে এখনও পর্যন্ত তাঁদের উপর আস্থা রাখছে বোর্ড, এমনটাই খবর সূত্রের। অন্যদিকে এই টেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল ‘অধিনায়ক’ কোহলির জন্য। এই ম্যাচ হারলে তাঁর টেস্ট ক্যাপ্টেন্সি নিয়েও যে টানাটানি শুরু হয়ে যেত, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। তবে ম্যাচ জিতে বোর্ডের কোপ থেকে নিজের অধিনায়কত্বকে বাঁচাতে সমর্থ হয়েছেন বিরাট, তা বলাই বাহুল্য।