দ্বিতীয় ম্যাচেও সহজ জয়, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ জিতল ভারত

সৌম্যদীপ পন্ডিত
প্রকাশিত: 19/11/2021   শেষ আপডেট: 19/11/2021 11:14 p.m.
https://twitter.com/BCCI

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরেই পেটিএম ট্রফিতে স্ব-মহিমায় মেন ইন ব্লুজ

টি-২০ বিশ্বকাপের মঞ্চ থেকে লজ্জাজনকভাবে বিদায় নিয়েছিল টুর্নামেন্টের অন্যতম ‘ফেভারিট’ ভারত। তবে টুর্নামেন্টের শেষ হতেই বিশ্বকাপের ‘রানার্স-আপ’ নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে স্বমহিমায় ফিরে এসেছে মেন ইন ব্লুজ। পর পর দু’টি ম্যাচে দু’টি জয়ের সুবাদে তিন ম্যাচের টি-২০ সিরিজকে পকেটে পুরল রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। এদিন নিউজিল্যান্ডের ১৫৩ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৬ বল বাকি থাকতেই ৩ উইকেটের বিনিময়ে ১৫৫ রান তুলে নিলেন রাহুল-রোহিতরা।

এদিন টসে জিতে বোলিং বেছে নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। যদিও মাঠে নেমেই আজকে বিধ্বংসী ব্যাটিং শুরু করেন গাপ্তিল-মিচেল। তবে ম্যাচের পঞ্চম ওভারের দ্বিতীয় বলে গাপ্তিলকে (১৫ বলে ৩১) ফেরান দীপক চাহার। দলের ৭৯ রানে দ্বিতীয় উইকেট হারায় নিউজিল্যান্ড। ২১ রান করে আক্সার প্যাটেলের বলে আউট হয়ে যান চ্যাপম্যান। ৯০ রানে মিচেলের (২৮ বলে ৩১) উইকেট হারায় নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান করেন ফিলিপস (২১ বলে ৩৪)। বাকি কোনও খেলোয়াড়ই তেমন উল্লেখযোগ্য রান করতে পারেননি আজ। ইনিংসের শেষে ৬ উইকেট খুইয়ে কিউয়িরা তোলে ১৫৩ রান। ভারতের হয়ে দুটি উইকেট পান হর্ষদ প্যাটেল। একটি করে উইকেট পান ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, আশ্বিন এবং আক্সার প্যাটেল।

অন্যদিকে ব্যাট করতে নেমে ধংসাত্মক শুরু করেন কেএল রাহুল এবং রোহিত শর্মা। দু’জনের অর্ধশতরানের সুবাদে বিনা উইকেট খুইয়েই ১০০ রানের গণ্ডি পেরিয়ে যায় ভারত। একসময় যদিও বা মনে হচ্ছিল ১০ উইকেটেই জিতে যাবে ভারত, তবে ১১৭ রানের মাথায় প্রথম উইকেটটি খোয়ায় ভারত। মাত্র ৪৯ বলে অনবদ্য ৬৫ রান করে টিম সাউদির বলে গ্লেন ফিলিপ্সের হাতে ক্যাচ তুলে ঘরে ফেরেন রাহুল। দলের ১৩৫ রানের মাথায় রোহিতও (৩৬ বলে ৫৫) আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। যদিও তখন নিউজিল্যান্ডের পক্ষে জেতা প্রায় অসম্ভব। ম্যাচের ১৮ তম ওভারের প্রথম এবং দ্বিতীয় বলে নিজস্ব ভঙ্গিমায় জিমি নিশামকে পরপর দুটি ছক্কা হাঁকিয়ে ম্যাচ পকেটে পোরেন রিশভ পান্থ (অপরাজিত ১২)। তাঁর সাথে অপরাজিত ছিলেন ভেঙ্কাটেশ আইয়ারও (১২)। তবে এদিনও নিস্প্রভ সূর্যকুমার যাদব (১)। নিউজিল্যান্ডের হয়ে তিনটি উইকেটই পান টিম সাউদি।

এই জয়ের পর এক ম্যাচ বাকি থাকতেই টি-২০ সিরিজও এখন ভারতের কুক্ষিগত। আগামী রবিবার ইডেনে নিয়মরক্ষার তৃতীয় ম্যাচ। জে ম্যাচ একদিকে বিশ্বকাপের রানার্স আপদের জন্য সম্মানরক্ষার লড়াই, অন্যদিকে ভারতের জন্যও সেই ম্যাচ ব্রাউনওয়াশ করার এক সুবর্ণ সুযোগ। তাই সিরিজ জিতে গেলেও রবিবাসরীয় সন্ধ্যায় ভারত-নিউজিল্যান্ডের তৃতীয় টি-২০ ম্যাচও জে যথেষ্ট উত্তেজনাপূর্ণ হতে চলেছে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।