ভারত-নিউজিল্যান্ড টেস্ট : দ্বিতীয় দিনের শেষে অপ্রতিরোধ্য কিউয়িরা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 26/11/2021   শেষ আপডেট: 27/11/2021 5:02 p.m.
https://twitter.com/BCCI

অভিষেক ম্যাচে সেঞ্চুরি শ্রেয়াসের

কানপুর টেস্টের (Test match) দ্বিতীয় দিনে ভারতকে (India) বড় চমক দিল নিউজিল্যান্ড (New zealand)। প্রথম ইনিংসে ভারতের ৩৪৫ রানের জবাবে বিনা উইকেট খুইয়ে ১২৯ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করলেন কিউয়িরা।

টেস্টের প্রথম দিনে ৪ উইকেট খুইয়ে ২৫৮ রান তুলেছিল ভারত। গিল, শ্রেয়াস, জাদেজার অর্ধশতরানের সুবাদে গতকাল অনুকূল পরিস্থিতিতেই ছিল টিম ইন্ডিয়া। তবে দ্বিতীয় দিনের শুরুতেই শুরু হয় ভারতের ব্যাটিং বিপর্যয়। যদিও সকলের মনে আশা পূর্ণ করে জীবনের প্রথম টেস্টেই সেঞ্চুরির নজির গড়েন শ্রেয়াস। ১৭১ বলে ১০৫ রান করেন তিনি। বাকিদের মধ্যে রবিচন্দ্রন আশ্বিন (৩৮) ছাড়া কেউই তেমন উল্লেখযোগ্য রান করতে পারেননি। মাত্র ১ রান করেন বাঙালি উইকেট কিপার ঋদ্ধিমান। ১১১ ওভারে ৩৪৫ রানেই শেষ হয়ে যায় ভারতের প্রথম ইনিংস। এদিন নিউজিল্যান্ডের হয়ে চোখধাঁধানো বোলিং করেন টিম সাউদি। প্রথম ইনিংসে ২৭.৪ ওভার বল করে মাত্র ৬৯ রান দিয়ে ৫ টি উইকেট তুলে নেন তিনি। আজাজ প্যাটেল পান দুটি উইকেট। আগের দিন ৩ উইকেট পাওয়া কাইলি জেমিসন এদিন কোনও উইকেট পাননি।

অন্যদিকে ব্যাট করতে নেমেও চমকপ্রদ প্রদর্শন করেন নিউজিল্যান্ড ব্যাটসম্যানরা। দিনের শেষে ৫৭ ওভারে কোনও উইকেট না হারিয়েই ১২৯ রান তোলেন টম লাথাম এবং উইল ইয়ং। দুজনেই অর্ধশতরান করেছেন। লাথাম ৫০ রান এবং ইয়ং ৭৫ রানে অপরাজিত আছেন। দিনের শেষে ২১৬ রানের লিডে থাকলেও নিউজিল্যান্ডের এহেন প্রদর্শন চিন্তা বাড়িয়েছে ভারতীয় শিবিরে।

শেষবার টেস্ট ম্যাচে ভারত নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) ফাইনালে। সেখানে ভারতকে হেলায় হারিয়েছিল নিউজিল্যান্ড। যদিও সেবারে মাঠে খেলতে দেখা গিয়েছিল কোহলি, রোহিত শর্মার মতো খেলোয়াড়দের। তবে এই ম্যাচে খেলতে দেখা যাচ্ছে না তাঁদের কাউকেই। উল্লেখ্য, ভারতের বর্তমান অধিনায়ক অজিঙ্কা রাহানেও এখনও পর্যন্ত একটিও টেস্ট ম্যাচে হারের সম্মুখীন হননি। পরিসংখ্যান অনেক। তবে বাস্তব প্রায়শই বলে অন্য কথা। সে জন্য নজর থাকবে আগামীকাল অর্থাৎ টেস্টের তৃতীয় দিনের দিকে।