IND vs PAK : নো বলেই আউট রাহুল? বাড়ছে বিতর্ক

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 25/10/2021   শেষ আপডেট: 25/10/2021 11:57 a.m.
https://twitter.com/imankit012

নেটিজেন একাংশের অভিযোগে বাড়ছে জল্পনা

ভারত-পাক (India-Pakistan) ম্যাচ নিয়ে বিতর্ক যেন ছাড়ছেই না। এমন হাড্ডাহাড্ডি ম্যাচ নিয়ে দু-একটা বিতর্ক তৈরি হবে না, যেন মানতেই চাইছেন না নেটিজেনদের একাংশ। এবার নতুন বিতর্ক দানা বেঁধেছে কেএল রাহুলের (KL Rahul) আউট নিয়ে। নেটিজেন একাংশের অভিযোগ, সাহিন আফ্রিদির সেই বল 'নো বল' ছিল। ইতিমধ্যেই স্যোসাল মিডিয়ায় এই নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। অভিযোগ, ক্রিজের বাইরে পা থাকা সত্ত্বেও ক্রিকেটের নিয়ম অনুযায়ী ওই বল নো বল দেননি আম্পায়ার। অনেকের কটাক্ষ, "তাহলে আম্পায়ার কি ঘুমোচ্ছিলেন?" এমন হাইভোল্টেজ ম্যাচে আরও সতর্ক থাকা উচিত ছিল বলে স্যোসাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন ক্রিকেট ভক্তরা।

ঠিক কী ঘটেছিল? শাহিন আফ্রিদির দ্বিতীয় ওভারের প্রথম বলেই বোল্ড আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান কেএল রাহুল। প্রবল গতি সঙ্গে ইনসুইংয়ে সমূলে পরাস্ত হন রাহুল। বলের গতি এতটাই ছিল যে স্টাম্পকেও নাড়িয়ে দেয়। স্বাভাবিকভাবেই আম্পায়ার রাহুলকে আউট দেন। যদিও পরে নেটিজেনদের একাংশ দাবি করেছেন, সেই বল 'নো বল' ছিল, শাহিন আফ্রিদির পা ক্রিজের বাইরে ছিল। এমনকী প্রমাণ হিসেবে বিভিন্ন সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে বহু ছবির পোস্ট।

নেটিজেন একাংশের দাবি, এমন হাড্ডাহাড্ডি ম্যাচে আম্পায়ারকে আরও সতর্ক থাকতে হত। কেএল রাহুল আউট হননি বলেও দাবি করেছেন একাংশ। যদিও ধারাভাষ্যকাররা সাফ জানিয়েছেন, ওটা নো বল ছিল না। বৈধ বলেই আউট হয়েছেন রাহুল। রাহুল বল করার সময় প্রথম ইমপ্যাক্ট ক্রিজের ভেতরেই ছিল। নো বলের ক্ষেত্রে তাই ধরা হয়। তবে ধারাভাষ্যকার যাই বলুন, ক্রিকেটপ্রেমীরা কোনভাবেই মানতে নারাজ তা। তাঁদের সাফ যুক্তি, নো বলেই আউট হয়েছেন রাহুল।