দ্বিতীয় ইনিংসেও চুরমার ভারত, এক ইনিংস বাকি থাকতেই জয়ী ইংল্যান্ড

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 28/08/2021   শেষ আপডেট: 28/08/2021 9:45 p.m.
https://twitter.com/BCCI

ভারতের পক্ষে লড়াই চালান পূজারা, কোহলি, রোহিত

লড়াই করেও শেষরক্ষায় অসমর্থ ভারত। ব্রিটিশদের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে চেতেশ্বর পূজারার ৯১(১৮৯) রানের লড়াকু ইনিংস এবং রোহিত শর্মার ৫৯(১৫৬) এর দাপুটে ব্যাটিংয়ের শেষেও জয়ের মুখ দেখলনা ভারত। যদিও ক্যাপ্টেন কোহলির ৫৫(১২৫) ও জাদেজার ৩০(২৫) রানের ইনিংসদুটিও মাহাত্ম্যপূর্ণ ছিল, তবে বাকি ব্যাটসম্যানরা কেউই উল্লেখযোগ্য রান করতে পারেননি। রবিনসনের ৬৫ রানে ৫টি উইকেট ও ওভারটনের ৪৭ রানে ৩টি উইকেটের জেরে জয়ের দোরগোড়ায় পৌঁছে যায় জো রুটরা।

প্রথম ইনিংসে চরম দূর্দশার সম্মুখীন হয় ভারত। মাত্র ৭৮ রানেই অলআউট হয় তারা। সেই ইনিংসে রোহিত শর্মাই করেন সর্বোচ্চ রান (১৯)। সেইদিনেও বল হাতে জাদু দেখান ওভারটন(৩/১৪) ও অ্যান্ডারসন (৩/৬)। জবাবে প্রথম ইনিংসে ৪৩২ রান তুলে ভারতের সামনে বিশাল রানের লক্ষমাত্রা খাড়া করে রুটবাহিনী। ক্যাপ্টেন রুটের ১২১ রান ও ডেভিড ধাওয়ানের ৭০রানের বিধ্বংসী ইনিংসে রানের পাহাড় তৈরি করে ব্রিটিশরা। যদিও শামির ৯৫ রান দিয়ে ৪ উইকেট ও বুমরার ৫৯ রানে ২ উইকেট নেওয়া ভারতের পক্ষে গুরুত্বপূর্ণ ছিল সেই ইনিংসে। দ্বিতীয় ইনিংসে রান তাড়া করতে নেমে কোহলি বাহিনী শুরুটা মন্দ করেননি। শেষপর্যন্ত ৭৬ রান ভারতের স্কোরবোর্ডে যুক্ত হলে তবেই ইংল্যান্ডের সমানে রান নিয়ে যেতে পারত কোহলিরা। তবে শেষরক্ষা আর হল না। হারের মুখ দেখতেই হল ভারতকে। এর মাঝেই সিরিজে সমতা ফিরিয়ে সিরিজের জান বাঁচিয়ে রাখল ইংল্যান্ড। তবে এর মাঝেই ব্যাটিং পিচ পাওয়া সত্ত্বেও ভারতের ব্যাটিং বিপর্যয়কেই এই হারের জন্য দায়ী করছেন ক্যাপ্টেন কোহলি।