বৃহস্পতিবার দাদাকে দেখতে শহরে আসতে পারেন দেবি শেঠি, সিদ্ধান্ত স্টেন্ট বসানোর

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 27/01/2021   শেষ আপডেট: 27/01/2021 9:59 p.m.
-

বুধবার বুকে ব্যথা অনুভব করার পরে বিসিসিআই সভাপতি কে এদিন বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

সৌরভ গাঙ্গুলীর বুকে বসতে পারে আরো একবার স্টেন্ট। এরকমটাই জানা যাচ্ছে হাসপাতাল সূত্রে। বুধবার বুকে ব্যথা অনুভব করার পরে বিসিসিআই সভাপতি কে এদিন বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পুনরায় তাঁর ইকোকার্ডিওগ্রাম এবং ইসিজি করা হয়েছে। জানা যাচ্ছে, বিষয়টি খুব একটা গুরুতর কিছু না হলেও বৃহস্পতিবার তার পুনরায় এনজিওগ্রাম এবং রক্ত পরীক্ষা করা হবে। তার পরিবার সূত্রে জানা গিয়েছে, এবারে সৌরভ কে দেখতে আরো একবার রাজ্যে আসতে পারেন দেবি শেঠি। তবে বর্তমানে বিশিষ্ট চিকিৎসক আফতাব খান, সপ্তর্ষি বসু এবং সরোজ মন্ডল এর অধীনে তার চিকিৎসা চলছে। বৃহস্পতিবার শহরে দেবি শেঠি এসে সৌরভ এর সমস্ত রিপোর্ট খতিয়ে দেখবেন।

বিকেলে হালকা খাবার খেয়েছেন সৌরভ। এছাড়াও হাসপাতাল সূত্রে জানানো হচ্ছে আপাতত তিনি সুপ জাতীয় খাবার খাচ্ছেন। প্রসঙ্গত, ২ জানুয়ারি তারিখে শরীরচর্চা করার সময় মাথা ঘুরে পড়ে যান সৌরভ গঙ্গোপাধ্যায়। তখন হাসপাতলে নিয়ে যাবার পর ধরা পড়ে তার ধমনীতে ব্লকেজ রয়েছে। সেই মুহূর্তে তার বুকে একটি স্টেন্ট বসানো হয়েছিল। তবে পরবর্তীতে জানানো হয়, যদি তার শারীরিক পরিস্থিতি খারাপের দিকে যায় তাহলে আরও দুটি স্টেন্ট বসানো হতে পারে। বুধবার আবারো বুকে ব্যথা অনুভব করেন সৌরভ গাঙ্গুলী। তাই বিশেষজ্ঞ চিকিৎসকদের টিমের মতামত, এবারে হয়তো সৌরভ গাঙ্গুলীর বুকে বাকি স্টেন্ট বসানো হতে পারে।