চতুর্থ দিনে ‘অনভিজ্ঞ’ সিরাজের ঝুলিতে ৫— শার্দুলের ৪

তুফান সিংহরায়
প্রকাশিত: 18/01/2021   শেষ আপডেট: 18/01/2021 2:46 p.m.
facebook/BCCI

শেষদিন ভারতের চাই ৩২৪; অস্ট্রেলিয়ার চাই ১০ উইকেট

দুটি সেটা টিমের লড়াই এমনই হয় হয়তো। ভারতীয় টিমের প্রায় দেড় মাসের অস্ট্রেলিয়া সফর শেষ হতে চলেছে আগামীকাল। শেষ টেস্টের পরিণতিও ঝুলে রয়েছে শেষদিনেই। এখনও ফলাফল নিয়ে কোনো আন্দাজ করা যাচ্ছে না। টি টোয়েন্টি সিরিজ জিতেছিল ভারত। ওডিআই সিরিজ অস্ট্রেলিয়া। টেস্ট সিরিজ এখন ১-১! ফলে সফরের শেষদিনে ঠিক হবে এই ম্যারাথন সফরে কাদের পাল্লা বেশি ভারী। আর শেষ টেস্ট নিজেদের ঝুলিতে নিতে ভারতের চাই আর ৩২৪ রান। অন্যদিকে অস্ট্রেলিয়া চাইছে ১০ উইকেট।

নির্ণায়ক টেস্টের চতুর্থ দিন ভারতের বোলারদের দাপট দেখা গেল। মহম্মদ সিরাজ নিলেন ৫ উইকেট, শার্দুল ঠাকুরের ঝুলিতে ৪। চোটগ্রস্থ দলে টেস্ট ক্রিকেটে অনভিজ্ঞ বোলাররাই রক্ষাকর্তা হয়ে উঠলো ভারতের পক্ষে। অজি ক্রিকেটার ধারাভাষ্যকার-দের স্লেজিংয়ের যোগ্য জবাব দিলেন সিরাজরা। এখন পরপর দুবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জেতার হাতছানি রাহানের ভারতের কাছে। দেখা যাক অস্ট্রেলিয়ার ‘অভিজ্ঞ’ বোলিং অ্যাটাকের সামনে কিভাবে লড়াই চালায় রোহিতরা।