নিউটাউনে বৃষ্টির জল জমে অঘটন, আড়াইঘন্টা ম্যানহোলে আটকে থাকলেন মহিলা
উদ্ধার করে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে
নিম্নচাপের জেরে কলকাতা সহ বিভিন্ন জেলায় দফায় দফায় চলছে বৃষ্টিপাত। তার জেরে কোনও কোনও জায়গায় জমছে জলও। একটানা বৃষ্টিতে নিউটাউনের শাপুরজি কমপ্লেক্স এলাকাতেও জমেছে জল। আর এই জমা জলেই ঘটল অঘটন। ম্যানহোলে আটকা পড়লেন জনৈক মহিলা। শেষপর্যন্ত আড়াই ঘণ্টার চেষ্টায় মহিলাকে উদ্ধার করতে সক্ষম হয় দমকল।
সূত্রের খবর, শাপুরজি কমপ্লেক্সের সামনে জলমগ্ন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন বছর ৪০ এর ওই মহিলা। এমন সময় হটাৎ করেই ম্যানহোলে পড়ে যান তিনি। স্থানীয়দের অভিযোগ, ম্যানহোলের ঢাকনা আগে থেকেই খোলা ছিল। জল জমে থাকা রাস্তায় ম্যানহোলের অবস্থান আন্দাজ করতে পারেননি ওই মহিলা। যার জেরেই এই দুর্ঘটনা।
এদিকে ম্যানহোলে মহিলার আটকা পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা। তাঁদের আড়াই ঘণ্টার চেষ্টায় শেষপর্যন্ত উদ্ধার করা হয় মহিলাকে। তবে ঘটনার ভয়াবহ অভিজ্ঞতায় অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর তাঁকে চিকিৎসা করানোর জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় পায়ে চোট পেয়েছেন মহিলা।