রবীন্দ্র সদনে শায়িত সুব্রত মুখোপাধ্যায়ের দেহ, নিয়ে যাওয়া হবে বিধানসভায়

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 05/11/2021   শেষ আপডেট: 05/11/2021 12:35 p.m.
twitter.com/mimichakraborty/

কেওড়াতলা মহাশশ্মানে সম্পন্ন হবে শেষকৃত্য

আলোর উৎসবের মাঝেই কার্যত অন্ধকার নেমে এসেছে সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণে। বেশ কয়েকদিন এসএসকেএম হাসপাতালে ভর্তি থাকার পরে, গতকাল ৯টা ২২মিনিটে মৃত্যু হয় পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের। আজ তাঁকে শ্রদ্ধাজ্ঞাপনের পর তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে কেওড়াতলা মহাশশ্মানে। সূত্রের খবর, দুপুর ২টো পর্যন্ত তাঁর দেহ শায়িত থাকবে রবীন্দ্র সদনে। সেখান থেকে দেহ নিয়ে যাওয়া হবে বিধানসভায়। এরপর সুব্রত মুখোপাধ্যায়ের দেহ নিয়ে যাওয়া হবে তাঁর একডালিয়ার বাড়িতে। এরপর কেওড়াতলা মহাশশ্মানে সম্পন্ন হবে শেষকৃত্য। সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণে রাজ্য সরকারের সমস্ত দফতরে আজ অর্থাৎ শুক্রবার অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা।

এদিন কার্যত সকলেরই চোখে জল। আজ সাড়ে ১১টা নাগাদ সুব্রত মুখোপাধ্যায়কে শেষশ্রদ্ধা জানাতে রবীন্দ্র সদনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক, দিলীপ ঘোষ, জিতেন্দ্র তিওয়ারি, রাহুল সিনহা-সহ বিজেপির নেতারা। উপস্থিত ছিলেন আব্দুল মান্নান। সকাল থেকেই রবীন্দ্রসদনে উপস্থিত রয়েছেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, কুণাল ঘোষ-সহ অন্যান্যরা।

শ্রদ্ধাজ্ঞাপনের জন্য ইতিমধ্যেই রবীন্দ্র সদনে উপস্থিত হয়েছেন ভারত সেবাশ্রমের মহারাজরা। সুব্রত মুখোপাধ্যায়ের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে অশোক ভট্টাচার্য বললেন, "রাজনৈতিক লড়াই ছিল। কিন্তু কখনই ব্যক্তিগত সম্পর্ক নষ্ট হয়নি।" সুব্রত মুখোপাধ্যায়কে 'রসিক মানুষ' বলে, বিজেপি নেতা শমীক ভট্টাচার্য শ্রদ্ধা জানিয়ে বললেন,"বর্ণময় রাজনৈতিক চরিত্র। বিরোধী দলের সঙ্গেও নিবিড় যোগাযোগ। পাঁচ দশক ধরে শরীর দিয়ে মন দিয়ে রাজনীতিকে ছুঁতে পেরেছিলেন। অত্যন্ত রসিক মানুষ ছিলেন।"

সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন সিপিএম নেতারাও। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, "কংগ্রেস ঘরানার অন্যতম নেতা। কংগ্রেস এবং পরে তৃণমূলে থাকলেও সকলের সঙ্গে সম্পর্ক রাখতেন।"