ফের রণক্ষেত্র কলকাতা, শুভেন্দু অধিকারী ও অর্জুন সিংকে লক্ষ্য করে ছোঁড়া হল জুতো, ঝাঁটা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 24/02/2021   শেষ আপডেট: 24/02/2021 8:26 p.m.
-twitter

বিজেপির অভিযোগ, দর্শকের ভূমিকায় ছিল পুলিশ

ফের রণক্ষেত্র কলকাতা। বিজেপির মিছিল ঘিরে রণক্ষেত্র হয়ে উঠল আমহার্স্ট স্ট্রিট। শুভেন্দু অধিকারী, অর্জুন সিংকে লক্ষ্য করে ছোঁড়া হল জুতো, ঝাঁটা। সূত্রে খবর, তৃণমূলের সঙ্গে সংঘর্ষে জড়ালেন বিজেপি কর্মীরা। ‘জয় শ্রীরাম’ স্লোগান উঠতেই ছোঁড়া হয় জুতো, ঝাঁটা। এদিনের কর্মসূচিতে অংশগ্রহণ করেন মুকুল রায়, শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী দত্ত। অভিযোগ, রোড শো শুরুর আগেই শুভেন্দু অধিকারীর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন একদল তৃণমূলকর্মী। তাঁকে জুতো ও ঝাঁটা দেখানো হয়। পালটা বিজেপি কর্মীরা প্রতিরোধ গড়ে তুললে হাতাহাতি শুরু হয়ে যায় দুপক্ষের মধ্যে। বিজেপির অভিযোগ, দর্শকের ভূমিকায় ছিল পুলিশ।

উত্তেজনার জেরে আর্মহার্স্ট স্ট্রিটে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। বিজেপি নেতাদের কনভয়ের একাধিক গাড়িতে হামলা হয়। বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি মোকাবিলায় নামেন বিজেপি নেতাদের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ঘটনা ঘিরে তীব্র প্রতিক্রিয়া বিজেপি নেতাদের। অন্যদিকে, সিটি কলেজে অশান্তির প্রতিবাদে পোস্ট অফিসের সামনে অবরোধ শুরু করেন তৃণমূল সমর্থকরা। এরপরেই চলে ধুন্ধুমার। এ বিষয়ে রাজীব বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, "বিজেপির বাড়বাড়ন্ত দেখে ভয় পেয়েছে তৃণমূল। তা আটকানোর জন্য এ ধরনের হামলা চালাচ্ছে। কিন্তু এভাবে বিজেপিকে রোখা যাবে না।” তবে তৃণমূলের তরফে এ নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।