আমি আর অত্যাচার সহ্য করতে পারছিনা, বাবাকে এই মেসেজ পাঠানোর পরেই আত্মহত্যা রসিকার

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 03/03/2021   শেষ আপডেট: 03/03/2021 10:06 p.m.
~pixabay

এই মেসেজ সেন্ড করার ১৫ মিনিটের মধ্যেই তার আত্মহত্যার খবর আসে পরিবারের কাছে

আমি আর অত্যাচার সহ্য করতে পারছিনা। এই ছিল আলিপুরের অভিজাত পরিবারের গৃহবধূ রসিকা আগরওয়াল মৃত্যুর আগের শেষ মেসেজ। তার বাবাকে এই মেসেজ সেন্ড করার ১৫ মিনিটের মধ্যেই তার আত্মহত্যার খবর আসে পরিবারের কাছে। ১৬ ফেব্রুয়ারি বাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু হয় রসিকা আগারওয়ালের। অভিযোগ ওঠে তার পরিবারের ওপর। রসিকার বাবা এবং মা দাবি জানায়, তার শ্বশুরবাড়ির লোকজন তাকে মানসিক এবং শারীরিক নির্যাতন করতো। এছাড়াও রসিকা অভিযোগ করে তার স্বামী কুশল আগরওয়াল একজন মাদকাসক্ত ব্যক্তি। সে তাকে বারংবার আঘাত করতো, মারধরও করতো। এই অত্যাচার আর সহ্য করতে না পেরে রসিকা এই আত্মহত্যার সিদ্ধান্ত গ্রহণ করে।

রশিকার পরিবার অভিযোগ করেছেন, তার শ্বশুরবাড়ির লোকজন তাকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন। আলিপুর থানার বিরুদ্ধে অভিযোগ উঠেছে উদাসীনতার। রসিকার বাবা এবং মা দাবি তুলেছেন এই ঘটনার উপযুক্ত তদন্তের। পুলিশ এই ঘটনায় বধূ নির্যাতনের গন্ধ পাচ্ছে। তার ওপর সবথেকে চাঞ্চল্যকর অভিযোগ হলো কুশলের বিরুদ্ধে মাদকাসক্ত হওয়ার। যদিও এখনো রসিকার শ্বশুরবাড়ির তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি।