করোনা সংক্রমণ আটকাতে মন্ত্রীর উপস্থিতিতে যজ্ঞের আয়োজন করলো তৃণমূল
বিধাননগর পুরসভার ৩৮ নম্বর ওয়ার্ডের ঘটনা
কলকাতার বুকে করোনাকে আটকাতে যজ্ঞের আয়োজন করলো শাসক দল তৃণমূল। বিধাননগর পুরসভার ৩৮ নম্বর ওয়ার্ডের দত্তাবাগ অঞ্চলের ঘটনা। অনুষ্ঠানে রাজ্যর দমকল মন্ত্রী সুজিত বসুর সাথে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়।
এইদিন বিধাননগর পুরসভার পক্ষে পুরোহিতদের সম্বর্ধনা দেওয়ার অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। এই আয়োজনেই যজ্ঞের আয়োজন হয় করোনা আটকাতে। আয়োজন প্রসঙ্গে সুজিত বসু বলেন, "আমরা সবাইকে নিয়ে চলি। গরীব পুরোহিতদের সম্বর্ধনা দিয়ে দেবীপক্ষের সূচনা করলাম আমরা।"
আরও পড়ুন
বিধানসভা ভোটের আগে পুরোহিতদের জন্য নানা আয়োজন করছে তৃণমূল সরকার। বিজেপির অভিযোগ, তারা তৃণমূলের বিরুদ্ধে একটি সম্প্রদায়কে তোষণের অভিযোগ করে বরাবর। সেই অভিযোগ থেকে নিজেদের মুক্ত করতে হিন্দুদের তোষণ শুরু করেছে তারা। মুকুল রায় বলছেন, "তৃণমূল যতো এমন করবে আমাদের অভিযোগ ততো প্রমাণিত হবে।"