প্লাস্টিক বর্জনে নতুন উদ্যোগ এনকেডিএ এর, এবার থেকে বাজারে আসতে হবে কাপড়ের ব্যাগ নিয়েই
রোজ কাপড়ের ব্যাগ ব্যবহার করলে আপনিও হবেন হিরো অফ দা উইক
এবারে নিউটাউনের সিভি মার্কেটকে প্লাস্টিক মুক্ত করতে এবারে নতুন উদ্যোগ গ্রহণ করলো এনকেডিএ। এই উদ্যোগে এবারে একটি ত্রিমুখী পরিকল্পনা গ্রহণ করলো সংস্থা। এনকেডিএ এবারে সবার বাড়ি বাড়ি গিয়ে কাপড়ের ব্যাগ দেবে বাজার করার জন্য। আর সেই মানুষেরা সেই কাপড়ের ব্যাগ নিয়ে বাজারে যাচ্ছেন কিনা সেটা পর্যবেক্ষণ করবে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আর যদি কোনো ক্রেতা এই ব্যাগ নিয়ে বাজার করেন নিয়মিত তাকে 'হিরো অফ দা উইক' হিসাবে চিহ্নিত করা হবে এবং তার একটি ছবি নিয়ে একটি পোস্টার তৈরি হবে। সেই পোস্টার দেখা যাবে জায়গায় জায়গায়।
সম্ভবত আগামী সপ্তাহ থেকেই এই পরিকল্পনার রূপায়ণ শুরু হবে। আর এই পরিকল্পনায় নিউটাউনের ওই বাজারে প্রথমত সবদিকে প্লাস্টিক বর্জন করা হবে। তাই আগে থেকে সবার বাড়িতে কাপড়ের ব্যাগ দেওয়া হবে। যদি কেউ ব্যাগ পাওয়ার পরেও ওই ব্যাগ না আনেন, তাহলে তাকে বাজারে ঢুকতে দেওয়া হবে না। অন্যদিকে যদি তিনি ব্যাগ আনতে ভুলে যান , তাহলে তাকে ওই কাপড়ের ব্যাগ কিনতে হবে। পাশাপাশি, সমস্ত মাছ, মাংস বিক্রেতাদের ওই ব্যাগ ব্যবহারের নির্দেশ দেওয়া হবে। তাদের জন্য অতিরিক্ত ডিসকাউন্ট এর ব্যবস্থা করবে সংস্থা। আর এই পরিকল্পনা রূপায়িত হলে মনে করা হচ্ছে নিউটাউনের ওই বাজার সম্পূর্ণ প্লাস্টিক মুক্ত হবে।