"ফিল্ডে নেমে ছেলেটা কাজ করত", করোনাকালে ফিরহাদের অনুপস্থিতিতে 'উদ্বিগ্ন' মমতা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 20/05/2021   শেষ আপডেট: 20/05/2021 5:06 p.m.
মমতা ফিরহাদ twitter.com/FirhadHakim

নারদ মামলার জেরে গত সোমবার সকালে ফিরহাদ হাকিমকে গ্রেপ্তার করা হয়েছে

গত সোমবার সকালে নারদ মামলা (Narada Case) পুনরুত্থানের জেরে কলকাতার পুরপ্রশাসক মন্ডলীর প্রধান ফিরহাদ হাকিম (Firhad Hakim) ওরফে ববিকে গ্রেপ্তার করেছে সিবিআই গোয়েন্দারা। কলকাতা হাইকোর্টের নির্দেশ তিনি বর্তমানে প্রেসিডেন্সি জেলে রয়েছেন। অন্যদিকে বাংলা রাজ্যের প্রাণকেন্দ্র কলকাতা (Kolkata) শহর ধুঁকছে করোনা (Corona) সংক্রমনের ভয়াবহতায়। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) তৈরি কোভিড টাস্ক ফোর্সের দায়িত্বে ছিলেন এই ফিরহাদ হাকিম। হঠাৎ এমন কঠিন পরিস্থিতিতে মমতার যোগ্য সৈনিক জেলে চলে যাওয়ায় তাঁর অনুপস্থিতি ব্যথিত করছে খোদ তৃণমূল সুপ্রিমোকে। তিনি এই বিষয়ে আক্ষেপের সুরে বলেছেন, "ববি সারাক্ষণ ফিল্ডে থেকে কাজ করে বেড়ায়। আরে করোনা আবহে ওকে তিন-চারদিন আটকে রেখেছে। আমরা অন্যভাবে কাজটা করার চেষ্টা করছি। কিন্তু একজনের পরিবর্ত কি আরেকজন কখনও হতে পারে?"

মমতা বন্দ্যোপাধ্যায় আজ বৈঠকে বারংবার ববি হাকিমের গ্রেপ্তারি প্রসঙ্গে আক্ষেপ প্রকাশ করেছেন। তিনি তাঁর অনুপস্থিতি নিয়ে বলেছেন, "ববি মাঠে নেমে কাজ করে। ওঁর টিম মাঠে নেমে কাজ করে। ওই ছেলেটা বা সুব্রতদাকে তিন চার দিন আটকে রাখল। এটা কি রকম ব্যবহার সিবিআইয়ের। যে ছেলেটা নিজের জীবনের ঝুঁকি নিয়ে ভ্যাকসিনের ট্রায়াল নিয়েছে, সেই ছেলেটা আজ জেলে...যোগ্য জবাব...আশা রাখি... যোগ্য বিচার পাবে।" কথা শেষ না করেই বারংবার থেমে গিয়েছেন তিনি। এছাড়াও তিনি বলেছেন, "এতদিন ওনারা কাজ করতে পারছেন না। এবার আমাকে খবর নিতে হবে কোথায় ডেডবডি জমেছে।"