৫ মেডিক্যাল কলেজের অধ্যক্ষদের সাথে এসএসকেএমে বৈঠক মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 16/09/2021   শেষ আপডেট: 16/09/2021 4:58 p.m.
facebook.com/BanglarGorboMamata

উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়া অজানা জ্বর নিয়েও চলে আলোচনা

প্রতি বৃহস্পতিবার এসএসকেএমে আসার কথা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথামত এদিনও তিনি এলেন। কলকাতার পাঁচ মেডিক্যাল কলেজের অধ্যক্ষও এদিন উপস্থিত ছিলেন। তাঁদের সাথে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী।

বিভিন্ন সরকারী হাসপাতালের পরিকাঠামো নিয়ে পর্যালোচনার জন্য আজ মুখ্যমন্ত্রী এই মিটিংয়ের আয়োজন করেন। সাথে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়া অজানা জ্বর নিয়েও আলোচনা হয় আজকের বৈঠকে।

তবে হঠাৎ করেই এই বৈঠক নয়। আজকের সাক্ষাতের বিষয়ে পরিকল্পনা আগে থেকেই করা ছিল। যদিও পরবর্তীকালে মুখ্যমন্ত্রীর আসা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। নবান্ন থেকে এদিন তাঁর আসার বিষয়ে আগাম কোনও সূচনা জারি করা হয়নি। কিন্তু শেষপর্যন্ত তিনি এলেন।

এদিন দুপুর তিনটে নাগাদ এসএসকেএমে পৌঁছায় মুখ্যমন্ত্রীর কনভয়। গাড়ি থেকে নেমেই অ্যাকাডেমি বিল্ডিংয়ের দিকে পা বাড়ান মুখ্যমন্ত্রী। সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন পাঁচ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ। বিভিন্ন বিষয় নিয়ে দুপক্ষে প্রায় একঘণ্টা চলে আলোচনা। চারটে নাগাদ এসএসকেএম ছাড়েন মুখ্যমন্ত্রী। পরবর্তীকালে এবিষয়ে বিস্তারিত জানাবেন বলে বেরোনোর সময় জানান মুখ্যমন্ত্রী।