সারদা মামলায় অন্তর্বর্তী জামিন পেলেন কুণাল ঘোষ
বিচারক ২০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে কুণালের জামিন মঞ্জুর করলেন
সারদা মামলায় অন্তর্বর্তী জামিন পেলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। তবে বিচারক ২০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে কুণালের জামিন মঞ্জুর করলেন। সূত্রের খবর, এদিন বৃহস্পতিবার আদালতের তরফে জানানো হয়েছে, পরবর্তী কালে তদন্তের স্বার্থে যদি কুণালকে ডাকা হয়, তবে তাঁকে অবশ্যই উপস্থিত হতে হবে এবং সব রকম সহযোগিতা করতে হবে।
প্রসঙ্গত, গত ২৭ অগস্ট সারদাকাণ্ডে অতিরিক্ত চার্জশিট পেশ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। ওই চার্জশিটে আর্থিক তছরূপের মামলা আনা হয় কুণাল ঘোষের বিরুদ্ধে। তবে নির্ধারিত ২০ সেপ্টেম্বরের আগে আদালতে হাজির হয়ে জামিন চান কুণাল। এরপরেই ব্যক্তিগত বন্ডে কুণাল ঘোষের জামিন মঞ্জুর হয়।
ইডি সূত্রে খবর, কুণাল ও তাঁর সংস্থার বিরুদ্ধে দু’সপ্তাহ আগে চার্জশিট জমা পড়ে আদালতে। ওই চার্জশিটে কুণালের বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ ছিল। তবে জামিন মঞ্জুরের পর "আর্থিক প্রভাব" খাটানোর আশঙ্কা প্রকাশ করেছে ইডি।