কেমন আছেন সুব্রত মুখোপাধ্যায়? খোঁজ নিতে SSKM গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 28/10/2021   শেষ আপডেট: 28/10/2021 7:53 p.m.
সুব্রত মুখোপাধ্যায় facebook.com/SubrataMukhapadhyay/

হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, আগের তুলনায় অনেকটাই ভালো আছেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়

দিন কয়েক আগেই এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee)। তাঁর অসুস্থতার জেরে উদ্বিগ্ন গোটা তৃণমূলের (Trinamool) সমস্ত নেতা-কর্মীরা। ইতিমধ্যেই সুব্রত মুখোপাধ্যায়ের স্ত্রীর সঙ্গে বারংবার ফোনে কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। খোঁজ নিয়েছেন তাঁর স্বাস্থ্যের। আশ্বাস দিয়েছেন পাশে থাকার। জানা গিয়েছিল, ভোটের জন্য উত্তরবঙ্গ সফরের জন্যই হাসপাতালে আসতে পারেননি মুখ্যমন্ত্রী।

তবে এদিন সুব্রতবাবুকে দেখতে বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কথা বলেছেন, সুব্রতবাবুর চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসকদের সঙ্গে। খোঁজ নিলেন তাঁর শারীরিক পরিস্থিতির। 

বেশ কিছুক্ষণ হাসপাতালে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, আগের তুলনায় অনেকটাই ভাল আছেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই সিওপিডিতে আক্রান্ত সুব্রত মুখোপাধ্যায়। এই রোগের জেরে মাঝে মধ্যেই শ্বাসকষ্টের সমস্যা দেখা যায় তাঁর। সেই সমস্যা আগে থেকেই ছিল। তার মধ্যেই হৃদরোগের কারণে শারীরিক অবস্থার আরও অবনতি হয় সুব্রতবাবুর। পাশাপাশি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের সমস্যা থাকায়, আচমকাই তাঁর শারীরিক অবনতি ঘটে।

ফলে রুটিন চেকআপ করানো হয় তাঁর। তবে সম্প্রতি হৃদযন্ত্রের সমস্যা বাড়তে, চিকিৎসকরা অ্যাঞ্জিওপ্লাস্টি করানোর পরামর্শ দেন। সেইমতো রবিবার বিকেলে তিনি ভর্তি হন এসএসকেএম হাসপাতালে। বর্তমানে তিনি বিপদমুক্ত।