ভোটের কাজ করতে নারাজ শিক্ষক সংগঠন, মামলা দায়ের কলকাতা হাইকোর্টে
মামলার প্রথম শুনানি হবে ১ লা মার্চ
বাংলা বিধানসভা নির্বাচন দোরগোড়ায় এসে উপস্থিত হয়েছে। কিছুদিনের মধ্যেই নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণা করে দেবে। কিন্তু এরই মধ্যে এই বছরের জন্য বিধানসভা ভোটের কাজ থেকে অব্যাহতি চাইল সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত প্রধান শিক্ষকের সংগঠন। তারা আজ অর্থাৎ বুধবার হাইকোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসুর এজলাসে মামলা দায়ের করেছে। এই মামলার শুনানি ১ মার্চ হবে বলে জানা যাচ্ছে। আসলে ভোটের দিন না ঘোষণা হলেও ইতিমধ্যেই ভোটকর্মীদের প্রশিক্ষণ শুরু হয়ে যাচ্ছে রাজ্যজুড়ে। বুধবার প্রথম দফার প্রশিক্ষণ শুরু হলে সিউড়িতে টিফিনের বরাদ্দ টাকা না পাওয়ায় কর্মীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। এছাড়া এই বছর সরকারি কর্মীদের একটি বড় অংশ বিশেষত শিক্ষক ও অশিক্ষক কর্মীরা ভোটের কাজ করতে তেমন একটা আগ্রহী নয়।
জানা গিয়েছে যে প্রধান শিক্ষকদের সংগঠন ভোটে কাজ করার আপত্তি অনেকদিন আগে থাকতেই জানিয়েছে। উর্দ্ধতন কর্তৃপক্ষকে বারংবার বলা সত্ত্বেও কোনো সুরাহা হয়নি। তারা শুধু আশ্বাস পেয়েছে যা কোনদিন বাস্তবায়িত হয়নি। তাই তারা এবছর কলকাতা হাইকোর্টে মামলা করতে বাধ্য হয়েছে। তাদের অভিযোগ যে প্রধান শিক্ষকদের দায়িত্ব অনেক বেশি থাকে। স্কুলের যাবতীয় দায়িত্ব সামলাও ও সেই সাথে সব স্কুলে পোলিং স্টেশন হলে তাদের ওপর আরও দায়িত্বের ভার বেড়ে যায়। তাই তারা এই কাজ থেকে অব্যাহতি চায়।