"কলকাতা দমকলের আধুনিকরণ প্রয়োজন", ঘটনাস্থলে গিয়ে রাজ্যকে তোপ রাজ্যপালের
গতকাল স্ট্র্যান্ড রোডের অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু হয়েছে
গতকাল অর্থাৎ সোমবার সন্ধ্যেবেলায় স্ট্র্যান্ড রোডের রেল অফিসে বিধ্বংসী আগুন লাগে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয় ৯ জনের এবং তাদের মধ্যে দমকল কর্মী ছিলেন ৪ জন। গতকাল থেকেই পূর্ব রেলের অফিসে এই অগ্নিকাণ্ড নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। এবার ওই অগ্নিকাণ্ডে দমকলকেই একপ্রকার কাঠগড়ায় তুললেন রাজ্যপাল জগদীপ ধনখড়। প্রসঙ্গতঃ আজ স্ট্র্যান্ড রোডের ঘটনাস্থল পরিদর্শন করতে আসেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি ঘটনাস্থলে পৌঁছে রেলের আধিকারিক ও তদন্তকারী অফিসারদের সাথে কথা বলেন। তারপর তিনি সাংবাদিকদের সামনে জানান, "দুঃখজনক ঘটনা ঘটে গেছে। যারা প্রাণ বাঁচাতে এসেছিল তারাই প্রাণ হারিয়েছে। তারা জীবনের ঝুঁকি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করছিল।"
সেইসাথে রাজ্যপাল অভিযোগ জানিয়েছেন, "পার্কস্ট্রিট অগ্নিকাণ্ডের ঘটনা থেকে শিক্ষা নেয়নি কলকাতা দমকল। এখনও পর্যন্ত কলকাতা দমকলের কোন আধুনিকীকরণ হয়নি। সময়ের সাথে অগ্নি নির্বাপন পরিষেবার আধুনিকীকরণ জরুরি ছিল। তার অভাবের জন্যই গতকাল দমকল কর্মীদের সাথে এত বড় প্রাণহানির ঘটনা ঘটে গেল। তবে এতে রেলের কোন দায় নেই। তারা দমকলে খবর দেয়।" প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল বিধ্বংসী আগুনে প্রাণ হারিয়েছেন মোট ৯ জন।