কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক পদ থেকে ইস্তফা ফিরহাদের, ছাড়বেন একাধিক মুখ্যমন্ত্রী মনোনীত পদও
আগামী ৭ এপ্রিল কলকাতা বন্দর কেন্দ্র থেকে ফিরহাদ হাকিম তার মনোনয়নপত্র জমা দেবেন
দীর্ঘদিন ধরে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে মামলা চলার পরেও পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান পদ থেকে ফিরহাদ হাকিমকে সরাতে পারেন বিরোধীপক্ষ। তবে একুশে নির্বাচনের প্রাক্কালে নির্বাচন কমিশনের নির্বাচনী বিধির প্যাঁচে পরে এবার একাধিক পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হচ্ছেন ফিরহাদ হাকিম। পুরমন্ত্রী আজকে নগর নিগাম বোর্ড অফ চেয়ারম্যান, KMDA চেয়ারম্যান, নব-দিগন্ত চেয়ারম্যান ও ফুরফুরা শরীফ উন্নয়ন পর্ষদ শীর্ষ পদ ছেড়ে দিয়েছেন। তার পদত্যাগের পাশাপাশি রাজ্য সরকার মনোনীত বোর্ড ভেঙ্গে যাবে এবং ১৪৪ ওয়ার্ডে প্রাক্তন কাউন্সিলরদের কো-অর্ডিনেটর পদ বিলুপ্ত হয়ে যাবে।
আসলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কলকাতা বন্দর কেন্দ্রের তৃতীয়বারের প্রার্থী হচ্ছেন ফিরহাদ হাকিম। তিনি আগামী ৭ এপ্রিল তার মনোনয়নপত্র জমা দেবেন। নির্বাচনী বিধি অনুযায়ী সরকার মনোনীত কোন পদে থেকে প্রার্থী হওয়া যায় না। তাই মনোনয়নপত্র জমা দেওয়ার আগের দিন ৬এপ্রিল কার্যনির্বাহী মেয়র অর্থাৎ চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেবেন ফিরহাদ হাকিম। এই প্রসঙ্গে তিনি বলেছেন, "নির্বাচন কমিশনের নির্বাচনী বিধি মেনে রাজ্য সরকারি কোন পদে থাকলে প্রার্থী হওয়া যায় না। তাই ভারপ্রাপ্ত মেয়রের পদ সহ মুখ্যমন্ত্রী মনোনীত সমস্ত পদ থেকে ইস্তফা দেবো আমি।" ফিরহাদ হাকিম যদি এই মুহূর্তে ওই পদগুলি না ছেড়ে প্রার্থী হন তাহলে হয়তো সে "অফিস অফ প্রফিট" আইনে ফেঁসে যেতে পারে।