"নির্বাচন কমিশনের কাজে বিরোধীদল সাহায্য পাচ্ছে", সরাসরি কটাক্ষ সাংসদ দেবের
সপ্তম দফা নির্বাচনে দক্ষিণ কলকাতার সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুলে আজ ভোট দিয়েছেন দেব
করোনা আবহের মাঝেই একুশে বাংলা বিধানসভা নির্বাচন জোরকদমে চলছে। আজ অর্থাৎ সোমবার ছিল সপ্তম দফা নির্বাচনে ভোটগ্রহণ পর্ব। আজকে ৫ টি জেলার ৩৪ টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হচ্ছে। তারমধ্যে দক্ষিণ কলকাতার একাধিক আসনে আজকে নির্বাচন ছিল। তৃণমূল সাংসদ দেব অধিকারী আজ দক্ষিণ কলকাতা সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুলে ভোট দিয়েছেন। করোনার কথা মাথায় রেখে মুখে মাস্ক পরে ভোটকেন্দে হাজির হয়েছিলেন তিনি। সবাইকে সতর্ক করে তিনি বলেছেন, "কোভিড প্রটোকল মেনে যথেষ্ট সাবধানতা অবলম্বন করে সকলে এসে ভোট দিন।"
অবশ্য সেই সাথে আজ বরাবরের স্পষ্টবক্তা তৃণমূল সাংসদ তথা টলিউড অভিনেতা দেব নির্বাচন কমিশনের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। তিনি বলেছেন, "নির্বাচন কমিশন অনেক তাড়াতাড়ি এই ভোট শেষ করতে পারত। বর্তমানে করোনা পরিস্থিতিতে কোথাও বেড বা অক্সিজেন সিলিন্ডার খুঁজে পাওয়া যাচ্ছে না এবং কেন্দ্র বলছে এখানের অক্সিজেন ওখানে চলে যাচ্ছে। এই মুহূর্তে তাড়াতাড়ি সরকার গড়ে উঠলে স্টেডিয়ামগুলো অন্তত সাময়িক হাসপাতালে পরিণত করতে পারত। তাছাড়া নির্বাচন কমিশনের হাতে ক্ষমতা থাকলেও তারা তেমনভাবে কাজ করছে না। নির্বাচন কমিশনের কর্মকাণ্ডে বিরোধীদল বেশি সাহায্য পাচ্ছে।"