ভাইপোর মানহানি করে সমন পেলেন অমিত শাহ, ২২ফেব্রুয়ারি দিতে হবে হাজিরা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 19/02/2021   শেষ আপডেট: 19/02/2021 6:19 p.m.
-

অমিত শাহ অভিযোগ করেছিলেন অভিষেক বিভিন্ন আর্থিক দুর্নীতিতে যুক্ত

প্রায় আড়াই বছর আগে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মানহানির মামলায়, এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সমন পাঠাল আদালত। সূত্রে খবর, ২২ফেব্রুয়ারি সকাল ১০টার মধ্যে অমিত শাহ'কে আদালতে হাজিরা দিতে হবে। তবে সশরীরে অমিত শাহ যদি উপস্থিত না থাকতে পারেন, তাহলে অমিত শাহের কোনও প্রতিনিধিকে হাজির হতে নির্দেশ দিয়েছে সাংসদ ও বিধায়কদের বিশেষ আদালত।

তবে কীসের ভিত্তিতে মামলা দায়ের হয়েছিল? জানা যাচ্ছে, ২০১৮ সালে মেয়ো রোডের সভা থেকে অমিত শাহ অভিযোগ করেছিলেন অভিষেক বিভিন্ন আর্থিক দুর্নীতিতে যুক্ত। সাধারণ মানুষের কাছে কেন্দ্রীয় সরকারের টাকা সিন্ডিকেট করে নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছতে দিচ্ছেন না বলেও আক্রমণ শানিয়েছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। এরপরেই চলে বির্তকের ঝড়। রাজ্যে সাংসদ ও বিধায়কদের জন্য থাকা বিশেষ আদালতে মামলা দায়ের করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সে সময় এই বিশেষ আদালত বারাসতে থাকলেও, বর্তমানে তা বিধাননগর এলাকার তত্ত্বাবধানে। কাজেই সেই আদালতেই হাজিরা দিতে হবে অমিত শাহকে।

বিশেষ আদালতের বিচারক জানিয়েছেন, ভারতীয় দণ্ডবিধির ৫০০ ধারায় যে মানহানির ধারায় মামলা করা হয়েছে, তার উত্তর দেওয়ার জন্য শাহকে সশরীরে আদালতে হাজির থাকতে হবে বা কোনও আইনজীবীর মাধ্যমে উত্তর দিতে হবে।