বাংলা ভাষাকে সম্মান জানাতে ছুটি ঘোষণাকে করা হোক মাতৃভাষা দিবসে, মুখ্যমন্ত্রীকে বার্তা অধীর চৌধুরীর
পশ্চিমবঙ্গে বাংলা ভাষাকে উপযুক্ত মর্যাদা দেওয়া উচিত : কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী
এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মাতৃভাষা দিবসের দিন ছুটি ঘোষণার দাবি রাখলেন কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এর আগেও বারংবার তিনি এই দাবি করেছেন। কার্যত, এক মাস আগেই তিনি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে জানতে চেয়েছিলেন, বিজেপি সরকারের প্রণীত নতুন জাতীয় শিক্ষানীতিতে ধ্রুপদী ভাষার তালিকায় বাংলার নাম নেই কেন! তাছাড়াও তিনি প্রধানমন্ত্রীকে আরও অনুরোধ করেন, "পৃথিবীতে সব চেয়ে বেশি মানুষ কথা বলেন, এমন ভাষার তালিকায় বাংলা পাঁচ নম্বরে। ইউরোপের বাইরে প্রথম কবি হিসেবে রবীন্দ্রনাথ নোবেল পেয়েছিলেন, সেই গৌরবও বাংলার। বহু ধরনের মানুষকে বাংলা ভাষা বেঁধে রেখেছে একসূত্রে। যুক্তিগ্রাহ্য কারণেই নতুন শিক্ষানীতিতে ধ্রুপদী ভাষার তালিকায় নতুন শিক্ষানীতিতে বাংলার জায়গা পাওয়া উচিত।"
তবে এবার নিজ রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে তাঁর আবেদন, বাংলা ভাষাকে সম্মান জানাতে এবং শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে রাজ্য জুড়েই এই বিশেষ দিনটিতে সরকারি ছুটি ঘোষণা করা হোক। যদিও এই কথা তিনি সরাসরি মুখ্যমন্ত্রীকে হাতে কলমে না বলে, সংবাদমাধ্যমকে বলাই শ্রেয় মনে করেছেন। এরপরেই ব্যাঙ্গাত্মক সুরে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য তাঁর বার্তা, "উনি শুধু প্রতিশ্রুতি দিয়ে যান। কারণ তাঁর প্রতিশ্রুতি দিতে কোনও বাধা নেই। অথচ এই বাংলা ভাষার জন্যই একটি আলাদা দেশ গঠিত হল। সে দেশে একমাস যাবৎ নানা উৎসব চলে। তাই পশ্চিমবঙ্গেও বাংলা ভাষাকে উপযুক্ত মর্যাদা দেওয়া উচিত।’’