এখনো পর্যন্ত সেরা ১০ বাংলা ওয়েব সিরিজ

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 22/08/2020   শেষ আপডেট: 23/08/2020 12:14 a.m.

বাংলায় সেরা দশ। কনটেন্টে, অভিনয়ে, উপস্থাপনায়।

বাংলা ওয়েব সিরিজের লিস্ট এখন অনেক বড়ো। আর তার মধ্যে অধিকাংশই শুধু বানানোর জন্য বানানো। তাই বিভ্রান্ত দর্শকরা। জাপানী টয়, দুপুর ঠাকুরপো দেখে দেখে আর চোখ কিংবা মন কোনোটাই সঙ্গ দিচ্ছে না। তাই আমরা একটু খুঁজে দেখছি এই মুহূর্তে বাংলায় সেরা দশ। কনটেন্টে, অভিনয়ে, উপস্থাপনায়।

ধীমানের দিনকাল

ALT Balaji পরিবেশিত এই সিরিজে একজন ছাপোষা মানুষ ধীমান যে স্মার্ট ফোন ব্যবহার করে না, ইন্টারনেট বোঝে না। সে যখন অনেকটা বয়সে গিয়ে স্মার্ট ফোন কিনলো তার কি অবস্থা সেটাই এই সিরিজের বিষয়।

হ্যালো

এক মহিলার স্বামী বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে। স্ত্রী সেই সম্পর্কের কিছু মুহূর্তের MMS পায়। কিন্তু শুধুই কি একটা MMS? নাকি এতে জড়িয়ে অনেক রহস্য? কিভাবে সমাধান করবেন স্ত্রী। দেখুন hoichoi এর হ্যালো।

জাজমেন্ট ডে

Zee5 এর এই কাজ একই সাথে বাংলা আর হিন্দিতে পরিবেশিত হয়। একদল নতুন অভিনেতা আর তার সাথে গল্পের মধ্যে থাকা মানুষের মধ্যেকার সম্পর্ক এই সিরিজের মূল আকর্ষণ।

তানসেনের তানপুরা

বাংলায় মিউজিক্যাল ওয়েব সিরিজ কেমন হতে পারে সেটা জানার জন্যই দেখা দরকার hoichoi এর তানসেনের তানপুরা। বাংলায় এমন মিউজিক, মেলোডি নিয়ে কাজ হয়নি প্রায়।

ধানবাদ ব্লুজ

একজন ব্যর্থ সিনেমা পরিচালক সিনেমা করার হঠাৎ সুযোগ পান ঝাড়খন্ডে। কিন্তু এতটাই সহজ? কিভাবে বাড়তে থাকে সমস্যা? সবের উত্তর hoichoi এর সিরিজ ধানবাদ ব্লুজ- এ।

একেন বাবু

সুজন দাশগুপ্তর গোয়েন্দা গল্পের সিরিজ একেন বাবু। Hoichoi দেখাচ্ছে একজন একজন ছাপোষা সাধারণ মধ্যবিত্ত মানুষের গল্প। যিনি আসলে গোয়েন্দা। যেভাবে পুরো জিনিসটা দর্শকের সামনে তুলে ধরা হয়েছে সেই জন্যই দেখা দরকার একেন বাবু।

সেই যে হলুদ পাখি

এক বাবা - মেয়ের গল্প এই সিরিজে। কিন্তু শুধু কি তাই? সাসপেন্স কে এমন ভাবে বোনা হয়েছে যা প্রশংসার দাবী রাখে। সাথে এই সিরিজের মেকিং! শুধু মেকিং এর জন্যই হয়তো এটা দেখা যায়।

কালী

Zee5 এর এই সিরিজ দেখার অন্যতম কারণ এর কনটেন্ট। একজন একলা হয়ে যাওয়া মেয়ের গল্প। পাওলি দাম কালী চরিত্রে। এখনও পর্যন্ত হওয়া দুটো সিজনই জনপ্রিয়তার নিরিখে এগিয়ে।

সুফিয়ানা

Addatimes এর সুফিয়ানা দুটো সিজন হলেও দ্বিতীয় সিজনে অভিনয় ও নির্মাণ প্রথম সিজনকে ছাপিয়ে গেছে। শুধু তাই নয়, যে সময়কে ধরা হয়েছে এই সিরিজে সেটা খুব গুরুত্বপূর্ণ। ফলে নির্দ্বিধায় এটা দেখাই যায়।

ব্যোমকেশ

বাংলা ওয়েব সিরিজের ভাষা পাল্টে দেওয়া কাজ। পরিচালনা, নির্মাণ, অভিনয় সমস্ত দিক থেকেই বাকিদের অনেক পিছনে ফেলে দিয়েছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ সিরিজ অবলম্বনে hoichoi এর ব্যোমকেশ।