Bigg Boss 15 Grand Finale বিজয়ী হলেন তেজস্বী, মুখ ভার প্রতীক ফ্যানদের

শ্রেয়া সাহা
প্রকাশিত: 31/01/2022   শেষ আপডেট: 31/01/2022 7:59 a.m.
instagram.com/pratiksehajpal, /tejasswiprakash

তৃতীয় হয়েছেন করণ কুন্দ্রা

Bigg Boss 15 Grand Finale : চার মাস ধরে দর্শকদের তুমুল বিনোদন দেওয়ার পর, গতকাল অবশেষে শেষ হল বিগ বস ১৫ (Bigg Boss 15)। বিজয়ীর ট্রফি এবং চল্লিশ লক্ষ টাকা জিতলেন টেলি অভিনেত্রী তেজস্বী প্রকাশ (Tejasswi Prakash)। দ্বিতীয় হয়েছেন এমটিভি খ্যাত প্রতীক সেহজপাল (Pratik Sehajpal)। এবং তৃতীয় হয়েছেন করণ কুন্দ্রা (Karan Kundra)।

বিগ বস ১৫ শুরু হয়েছিল জয় ভানুশালী, বিশাল কোটিয়ান, তেজস্বী প্রকাশ, বিধি পান্ড্য, সিম্বা নাগপাল, উমর রিয়াজ, ইশান সেহগাল, দোনাল বিস্ত, আফসানা খান, সাহিল শ্রফ, মিশা আইয়ার, করণ কুন্দ্রা, শমিতা শেঠি, প্রতীক সেহজপাল এবং নিশান্ত ভাট-কে নিয়ে। শো চলাকালীন ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসাবে শো'তে প্রবেশ করেন রেশমি দেশাই, অভিজিৎ বিচুকলে, দেবলিনা ভট্টাচার্য এবং রাখি সাওয়ান্ত ও তাঁর স্বামী। তবে এতজনের মধ্যে গ্রান্ড ফিনালে'তে টিকে ছিলেন শমিতা শেঠি, তেজস্বী প্রকাশ, করণ কুন্দ্রা, নিশান্ত ভাট, এবং প্রতীক সেহজপাল।

বলাবাহুল্য, এই সিজনে তেজস্বীর (tejasswi prakash winner) উপর থেকে চোখ সরাতে পারেননি কেউই। প্রথম থেকেই নিজের লক্ষ্যে স্থির ছিলেন তিনিও। শো চলাকালীন তাঁর দৃঢ় প্রত্যয়ী ব্যক্তিত্বের পরিচয় পাওয়া গিয়েছিল বারংবার। মিথ্যের আশ্রয়ে কখনোই তিনি ভুল কাজ করেননি। বিগ বসে আসার আগে থেকেই টেলিভিশনের জগতে সুপরিচিত ছিলেন তেজস্বী। কাজেই, ফ্যান ফলোয়ার্স প্রথম থেকেই ছিল। তবে বিগ বসে আসার পর তা যেন উপছে উঠেছে। বর্তমানে তেজা'র (তেজস্বী) ইনস্টাগ্রামে ফলোয়ার্স সংখ্যা ৪.৫ মিলিয়ন।

প্রসঙ্গত, গতকাল তেজা জিতলেও মুখ ভার বিগ বসের অধিকাংশ ফ্যানদের। প্রতীকের দ্বিতীয় স্থান অর্জন করা মানতে পারছেন না অধিকাংশই। বলাবাহুল্য, প্রতীকও বেশ নজর কেড়েছিলেন তাঁর কাজ, নিরপেক্ষতা এবং ভিন্ন ধ্যান ধারণার মধ্যে দিয়েও। তবে কাল রানার-আপে প্রতীকের নাম ঘোষণা হতেই চোখে জল আসে তাঁর। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিয়েছেন নেটাগরিকদের একাংশ। উল্লেখ্য, বিগ বসে আসার আগে কম ঝড় যায়নি প্রতীকের উপর দিয়ে। MTV ROADIES, LOVE SCHOOL, ACE OF SPACE, BIG BOSS OTT একের পর এক রিয়েলিটি শো'র দরুন প্রতীক প্রকাশ্যে এলেও, জিতছেন না কোনও ভাবেই (Pratik Sehajpal Biography)।