৯২ আসনেই লড়বে কংগ্রেস, আসন তালিকা জানানো হবে আর ১-২ দিন, ঘোষণা অধীরের
সোমবার বিধান ভবনে দীর্ঘ ৪ ঘণ্টা বৈঠক হলো বাম এবং কংগ্রেস এর মধ্যে
সোমবার বৈঠক হলো বটে, কিন্তু সেই বৈঠকে বাম এবং কংগ্রেস এর মধ্যে কোনো রফা বেরোলনা। আবার ঘুরে ফিরে এলো সেই আব্বাস সিদ্দিকীর ইন্ডিয়ান সেলুলার ফ্রন্ট। তাদের সঙ্গে জোট হয়ে যেনো কোনোভাবেই হচ্ছেনা। আর তার সাথে আসন সমঝোতা নিয়ে বর্তমানে অত্যন্ত বিব্রত বাম ও কংগ্রেস। সোমবার বিধান ভবনে দীর্ঘ ৪ ঘণ্টা বৈঠক হলো বাম এবং কংগ্রেস এর মধ্যে। সেই বৈঠকে বামের পক্ষে ছিলেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, ও মোহাম্মদ সেলিম। অন্যদিকে কংগ্রেস থেকে ছিলেন অধীর চৌধুরী এবং প্রদীপ ভট্টাচার্য।
তবে এই বৈঠক থেকে স্পষ্ট, ২০১৬ সালের নির্বাচনে যে দল যেখানে থেকে জিতেছিলেন এবং যে আসন থেকে দ্বিতীয় ছিলেন, সেখান থেকেই তাকে লড়তে দেওয়া হবে। কিন্তু এই জোটের মূল সমস্যা কংগ্রেস এবং আইএসএফ এর মধ্যে। মালদহ এবং মুর্শিদাবাদে আব্বাস লড়তে চাইলে তাকে কংগ্রেস জানায় তারা একটি আসন কংগ্রেস ছাড়বেনা। অন্যদিকে ব্রিগেড সমাবেশে কংগ্রেস এ বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য করেন আব্বাস সিদ্দিকী। এর পর থেকেই জোটের আসন সমঝোতা নিয়ে সমস্যা হচ্ছে। সিপিএম সূত্রে খবর, মালদহ এবং মুর্শিদাবাদে যেই সমস্ত আসনে কমিউনিস্ট পার্টির নেতারা এগিয়ে ছিলেন, সেখানে আব্বাস কে লড়তে দেওয়া হবে। তবে কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী বলেন, "আমরা ৯২ আসনে লড়বো। আসনগুলির নাম এক দুই দিনের মধ্যে জানিয়ে দেওয়া হবে। কিন্তু জোটে নতুন অংশীদার আসার কারণে এখন এই আসন সমঝোতা করতে দেরি হচ্ছে এবং নতুন করে সবকিছু তৈরি করতে হচ্ছে। "