"দীপ্সিতা ধর কে?" ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে বিজেপি নেতা তথাগত রায়

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 01/08/2021   শেষ আপডেট: 01/08/2021 5:13 p.m.
তথাগত রায় ও দীপ্সিতা ধর instagram.com/dipsita1993, facebook.com/tathagata2

তথাগত রায়ের পোস্ট সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়ে গেছে

একুশে বাংলা বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) পর থেকে বারংবার রাজ্য রাজনীতি নিয়ে বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে এসেছেন বিজেপি নেতা তথাগত রায় (Tathagata Roy)। বিজেপি তারকা প্রার্থীরা ভোটযুদ্ধে পরাজিত হওয়ায় তিনি কটাক্ষ করে বলেছিলেন, "নগরের নটিরা টাকা নিয়ে কেলি করছে।" এছাড়াও পুরনো টুইট বিতর্ক তুলে এনে তৃণমূল যুব নেতা সায়নী ঘোষের সাথে একপ্রস্থ বাকবিতন্ডায় জড়িয়েছিলেন তিনি। সম্প্রতি ফের বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে আসছেন তথাগত রায়। তিনি এবার দীপ্সিতা ধরকে কটাক্ষ করে মন্তব্য করেছেন। তিনি দীপ্সিতার বিদেশে গিয়ে শাড়ি পরা একটি ছবি শেয়ার করে বলেছেন, "দীপ্সিতা ধর আবার কে? ওদের গুরুর গুরু জ্যোতি বসু প্রতিবছর সরকারি খরচে ফুর্তি করতে যেত কোথায়? ব্রিটেন আর আমেরিকায়!" এই টুইট পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই তা নেটজনতার মধ্যে ব্যাপক ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের মধ্যে অনেকেই নানা প্রশ্ন এবং কটুক্তি করছেন ওই পোস্টের কমেন্টে।

নেটদুনিয়ায় কেউ কেউ মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়ের বক্তব্যের সমর্থনে মন্তব্য প্রকাশ করেছেন তো আবার কেউ কেউ দীপ্সিতার পক্ষপাতিত্ব করেছেন। একজন পাল্টা তথাগতবাবুকে কটাক্ষ করে বলেছেন, "আপনি একটা বিষয় পরিষ্কার করে দিলেন যে আপনি উচ্চশিক্ষিত হলেও রাজনৈতিক নোংরা খেলা ছাড়তে পারলেন না। দীপ্সিতা একজন উচ্চ মেধাসম্পন্ন ছাত্রী। সে ফ্রান্সে বিতর্ক সভায় অংশগ্রহণ করতে গিয়েছিলেন। তাঁর বিদেশযাত্রা রাজনৈতিক ছাত্রী হিসাবে নয়। সে একজন সাধারণ ছাত্রী হিসাবে বিদেশে গেছে। অথচ তার ব্যাক্তিগত জীবন নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন।"