বিমল গুরুংয়ের উপর থেকে সরানো হল বেশ কিছু অভিযোগ, নির্বাচনের আগে রিটার্ন গিফট তৃণমূলের থেকে
এই অভিযোগের মধ্যে ছিল খুন, সরকারি সম্পত্তি নষ্ট করা থেকে শুরু করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা সব কিছুই।
নির্বাচনের আগে শাসক দলকে সমর্থন করার পুরস্কার পেলেন এবারে বিমল গুরুং। গত ২০১৭ সাল থেকে বিমল গুরুংয়ের বিরুদ্ধে ছিল বেশ কয়েকটি অভিযোগ। এই অভিযোগের মধ্যে ছিল খুন, সরকারি সম্পত্তি নষ্ট করা থেকে শুরু করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা সব কিছুই। এদিন তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের পর তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগেছেন বিরোধীদলীয় নেতারা। যদিও তৃণমূল কংগ্রেসের তরফে এ বিষয়ে কিছু বলা হয়নি। উত্তরবঙ্গের তৃণমূল নেতা গৌতম দেব এই বিষয়ে একেবারে নীরব ছিলেন।
তবে সূত্রের খবর অনুযায়ী, এখনো পর্যন্ত বিমল গুরুংয়ের বিরুদ্ধে ওঠা খুনের অভিযোগ থেকে তাঁকে নিষ্কৃতি দেওয়া হয়নি। ছোটখাটো মামলা তার উপর থেকে সরিয়ে নেওয়া হয়েছে। গ্রেপ্তারের ভয়ে দীর্ঘ তিন বছর পালিয়ে বেঁচে ছিলেন বিমল গুরুং। পুলিশ শত চেষ্টা করেও তাকে খুঁজে পেতে সক্ষম হয়নি। আচমকাই মাস কয়েক আগে হঠাৎ করে তিনি আবারও উদয় হন। তারপর তিনি এবারের নির্বাচনে শাসক দল তৃণমূল কংগ্রেস কে সমর্থন করার ঘোষণা করে দিয়েছেন। আর তার পরেই হয়তো শাসকদল তৃণমূল এর কাছ থেকে রিটার্ন গিফট পেলেন বিমল গুরুং। প্রসংগত উল্লেখ্য, ইতিমধ্যে বিমল গুরুং এবারের নির্বাচনে শাসকদলের হয়ে প্রচার অভিযান শুরু করে দিয়েছেন।