হেডকোয়ার্টার্সেই থাকতে হবে তৃণমূল প্রার্থী লাভলি মৈত্রের স্বামী সৌম্যকে, নির্দেশ নির্বাচন কমিশনের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 18/03/2021   শেষ আপডেট: 18/03/2021 6:39 a.m.
লাভলি মৈত্র ও তার স্বামী সৌম্য @facebook

কমিশনের ঘোষণা, যদি প্রশাসনিক কর্তাদের নিকটাত্মীয়রা নির্বাচনে যুক্ত থাকেন তাহলে তাদের ভোটের কাজে নিয়োগ করা যায় না

ইতিমধ্যেই সরিয়ে দেওয়া হয়েছে হাওড়া গ্রামীণ পুলিশ সুপারের পদ থেকে। এবারে সোনারপুর দক্ষিণ এক নম্বর প্রার্থী লাভলী মৈত্রের স্বামী সৌম্যকে অনির্বাচনী পদে বদলি করা হলো নির্বাচন কমিশনের তরফ থেকে। ঘোষণা করে দেওয়া হল, নির্বাচন প্রক্রিয়া চলাকালীন তিনি কোনোভাবেই হেডকোয়ার্টার ছাড়তে পারবেন না। লাভলী মৈত্রকে প্রার্থী করার পর থেকেই সৌম্য রায়কে সরানোর দাবি নিয়ে বারবার সরব হয়েছিল বিজেপি। এই দাবি মান্যতা রেখে সরানো হয়েছে সৌম্য কে। তার জায়গায় এসেছেন শ্রী হরি পান্ডে। অন্যদিকে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত সৌম্য হেডকোয়ার্টার ছাড়তে পারবেন না।

কমিশনের ঘোষণা, যদি প্রশাসনিক কর্তাদের নিকটাত্মীয়রা নির্বাচনে যুক্ত থাকেন তাহলে তাদের ভোটের কাজে নিয়োগ করা যায় না। এটি পক্ষপাতিত্বের ধারণা তৈরি করতে পারে সকলের মধ্যে। এই কারণেই সৌম্যকে সরিয়ে দেওয়া হলো। প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি তৃণমূলের টিকিটে সোনারপুর দক্ষিণ আসন থেকে প্রার্থী হয়েছেন পেশায় অভিনেত্রী লাভলী মৈত্র।