করোনার মধ্যেই রাজ্যে নতুন রোগের প্রকোপ

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 17/09/2020   শেষ আপডেট: 17/09/2020 3:38 p.m.
Orientia tsutsugamushi By CDC - CDC's Public Health Image Library Image #8750, Public Domain, https://commons.wikimedia.org/w/index.php?curid=2740789

সেপ্টেম্বর পর্যন্ত স্ক্রাব টাইফাসে আক্রান্ত প্রায় ১৪,০০০

প্রধানত ইঁদুরের গায়ে থাকা অতি ছোটো এক কীটের কামড়ে হওয়া রোগ স্ক্রাব টাইফাস নতুন আতঙ্ক তৈরি করেছে চিকিৎসক শিবিরে। স্বাস্থ্য দপ্তরে জমা পড়া নথি অনুযায়ী সেপ্টেম্বর পর্যন্ত এই রোগে আক্রান্তের সংখ্যা প্রায় ১৪,০০০। যদিও মৃত্যুর কোনো খবর নেই। মূলত মুর্শিদাবাদ, তার সাথে পূর্ব মেদিনীপুর এবং উত্তর চব্বিশ পরগনায় এই রোগের প্রকোপ বেশি। জানা যাচ্ছে এই অঞ্চলে সরকারি হাসপাতালে আসা প্রতি ১০ জ্বরের রোগীর মধ্যে ২-৩ জন স্ক্রাবে আক্রান্ত। এই রোগের লক্ষণ ডেঙ্গুর মতোই। আর এটা বোঝাও যায় এলাইজা পরীক্ষার মাধ্যমেই।

করোনা নিয়ে সবাই বেশি ব্যস্ত থাকায় এই রোগকে গুরুত্ব দিচ্ছেন না অনেকেই। প্রচারেও আসছেনা সেইভাবে। কিন্তু ডাক্তাররা বলেছেন এই রোগের সঠিক চিকিৎসা না হলে মৃত্যু অবধারিত।

এর আগে ২০১৯ সালেও এই রোগে অনেক মানুষ আক্রান্ত হয়েছিলেন। ফলে কিছু সরকারি হাসপাতালে এর চিকিৎসার পরিকাঠামো রয়েছে।