রমজান মাসে মুখ্যমন্ত্রীর উপহার, সময়ের আগেই ছুটি নিতে পারবেন মুসলিম শিক্ষক-শিক্ষাকর্মীরা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 28/03/2023   শেষ আপডেট: 28/03/2023 9:37 a.m.
facebook.com/MamataBanerjeeOfficial/

ছুটি হবে তাড়াতাড়ি

চলছে পবিত্র রমজান মাস। আজ পঞ্চম রোজা। এর মাঝেই মুসলিম শিক্ষক ও অশিক্ষক কর্মীদের জন্য বিশেষ ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পবিত্র রমজান মাসে মুসলিম শিক্ষক ও অশিক্ষক কর্মীরা দুপুর ৩ টে ৩০ মিনিটেই স্কুল থেকে চাইলে বেরিয়ে যেতে পারেন। 

কেন এই নিয়ম? রোজার সময় দিনভর উপবাস করেন মুসলিম সম্প্রদায়। নিয়ম অনুযায়ী, ভোরবেলায় সেহরির পর দিনভর রোজা রাখা হয়। বিকেলে ইফতারের মাধ্যমে উপবাস ভঙ্গ করেন তাঁরা। এবং ভারতে বেশিরভাগ ক্ষেত্রেই সাড়ে পাঁচটার পর ইফতার। তাই মুসলিম কর্মীদের স্বস্তি দিতেই এই নির্দেশিকা।

প্রসঙ্গত রমজান মাসের শুরুতেই শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পোস্টে তিনি লেখেন, পবিত্র রমজান মাসের শুভেচ্ছা সকলকে। এই পবিত্র মাস সকলের জীবনে শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসুক।