মাদক মামলায় জড়িত সন্দেহে বিস্তর চাপে 'পামেলা ঘনিষ্ঠ' রাকেশ, হাইকোর্টে হারের পরেই পলাতক নেতা
হাইকোর্টে মামলা হেরে যাওয়ার পরেই তার বাড়ি ঘিরে ফেললো বিশাল পুলিশ বাহিনী।
এবারে মাদক মামলায় বেশ কিছুটা চাপে পড়ে গেলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় ঘনিষ্ঠ রাকেশ সিং। বিজেপি নেত্রী পামেলা গোস্বামী গ্রেফতার হওয়ার পর থেকেই রাকেশের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠে আসছিল। এবারে হাইকোর্টে মামলা হেরে যাওয়ার পরেই তার বাড়ি ঘিরে ফেললো বিশাল পুলিশ বাহিনী। তাদেরকে তল্লাশিতে বাধা দিলেন রাকেশের ছেলে। রাকেশ পুত্রের সঙ্গে তাদের বিস্তর বচসা হলো। তিনি সোজা জানিয়েছিলেন, ওয়ারেন্ট না দেখাতে পারলে বাড়ি তল্লাশি করতে দেওয়া হবে না। অন্যদিকে পুলিসের পাল্টা যুক্তি, তিনি সরকারি কাজে বাধা দিচ্ছেন। দুই পক্ষের মধ্যে বিস্তর বচসা এবং সমস্যার পরে যদিও পুলিশ তার বাড়ি তল্লাশি নেয়।
মাদক মামলায় জড়িত থাকার সন্দেহে মঙ্গলবার বিকেল ৪টে নাগাদ তাকে তলব করে পুলিশ। তিনি কাজের জন্য বাইরে আছেন বলে তিনি যেতে পারবেন না, এই মর্মে তিনি পুলিস কে পাল্টা চিঠি দেন। পরে তিনি আদালতের দ্বারস্থ অবধি হন। কিন্তু আদালত সাফ জানিয়ে দেয়, তাকে পুলিশ মাদক মামলায় তলব করেছে, তাই এই মুহূর্তে কোনরকম স্থগিতাদেশ হবে না। আর এই হারের পরেই চরম বিপাকে পড়েছেন রাকেশ। বর্তমানে তিনি বেপাত্তা। অন্যদিকে, পুলিশও তার হাজিরা নিয়ে একেবারে অনড় অবস্থানে আছে। এই অবস্থায় রাকেশ কি করেন সেটাই দেখার।