বিমানযাত্রা করেন? এবার থেকে মানতেই হবে এইসব সতর্ক বিধি, নাহলেই পড়বেন মহাবিপদে
বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিআই নির্দেশিকা জারি করে জানিয়ে দিয়েছে, এবার থেকে যাত্রীদের নিম্নলিখিত সর্তকতা মানতেই হবে
এবার থেকে কিন্তু কয়েকটি বিধি যদি আপনি না মানেন তাহলে কিন্তু বিমানে আপনাকে চড়তে দেওয়া হবে না। করোনাভাইরাসকে লঘু করে নেওয়া বিমানযাত্রীদের উদ্দেশ্যে এবারে করা নির্দেশিকা জারি করল বিমান পরিসেবার নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিআই। তাদের সার্কুলারে এদিন বলা হয়েছে, "কয়েকজন যাত্রী একেবারেই করোনা সতর্কতাঃ না মেনে বিমান যাত্রা করছেন। এগুলি আমাদের চোখে পড়েছে। বিমানবন্দরে ঢোকার আগে পর্যন্ত কেউ কেউ নাকের তলায় মাস্ক পরছেন। কয়েকজন আবার মাস্ক ছাড়াই চলে আসছেন। উপরন্ত সামাজিক দূরত্ব কে কেউ মান্যতা দিচ্ছেন না। এমনকি অনেকে বিমানে উঠে মাস্ক খুলে ফেলেছেন। এবার থেকে যদি আপনারা এরকম কোন আচরণ করেন তাহলে কিন্তু আপনাদের বরদাশ্ত করা হবে না।"
ডিজিসিআই জানিয়ে দিয়েছে বেশ কিছু নতুন নির্দেশিকা যা আপনাদের এবার থেকে মেনে চলতে হবে
-
সকল যাত্রীকে সঠিকভাবে মাস্ক পড়তে হবে এবং সামাজিক দূরত্ব বৃদ্ধি মেনে চলতে হবে।
-
কোন যাত্রী যদি কোনভাবে মাস্ক ছাড়া প্রবেশ করেন তাহলে তার বিরুদ্ধে কড়া নির্দেশিকা জারি করা হবে।
-
বিমানবন্দরে টার্মিনালে ম্যানেজারের দায়িত্ব প্রতিটি যাত্রী সঠিকভাবে করো না বেশি মানুষের কিনা তা নজরে রাখা। যদি এমন কাউকে পাওয়া যায় যিনি করণা স্বাস্থ্যবিধি মানছেন না তাহলে তাকে উপযুক্ত সতর্কবাণী শোনাতে হবে।
-
বারবার অনুরোধ করা সত্ত্বেও যদি কোনো যাত্রী করো না বিধি না মানেন তাহলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে বিমান চালু হবার আগে তাকে নামিয়ে দেওয়া হতে পারে।