আব্বাসের দাবি-দাওয়া মেটাতে নাভিশ্বাস উঠেছে বাম কংগ্রেস নেতৃত্বের, আগামীকাল বৈঠকে বসছেন সেলিম, মান্নান
বাম এবং কংগ্রেস নেতৃত্বের ইচ্ছা যেন আব্বাস সিদ্দিকীর দল ৩০ আসনের মধ্যেই দাবীদাওয়া মিটিয়ে নেয়
চূড়ান্ত হওয়ার পরেও যেন বারবার আটকে যাচ্ছে, ঠিক এমনটাই অবস্থা বাম কংগ্রেস এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জোটের মধ্যে। কংগ্রেসের সঙ্গে আসন রফা নিয়ে বিস্তর আলোচনা করেছিলেন সিপিএম নেতারা। কিন্তু আবার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের দাবি-দাওয়া মেটানোর জন্য নতুন সমস্যার মুখে পড়েছেন কংগ্রেস এবং সিপিএম। যদিও বিমান বসু এবং অধীর চৌধুরীর ঘোষণা আসন রফা সম্পূর্ণরূপে চূড়ান্ত এবং ব্রিগেড সমাবেশে বাম, কংগ্রেস এবং আইএসএফ থাকবে। যদিও বাম নেতৃত্তের তরফ থেকে জানা যাচ্ছে কংগ্রেসের সঙ্গে আসন রফা নিয়ে দীর্ঘদিন ধরে বৈঠক চলছিল আলিমুদ্দিনের। এরপর জোটে যুক্ত হচ্ছে আব্বাস সিদ্দিকীর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট।
সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী এদিন বললেন, "সমঝোতা চূড়ান্ত। রাজ্যে নতুন সমীকরণ তৈরি হয়েছে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ছাড়াও আরজেডি এবং এনসিপি'র মতো বিভিন্ন দল আশা প্রকাশ করেছেন। সমভাবাপন্ন দলের কথা চিন্তা করে এখুনি কিন্তু আমরা আসন সংখ্যা প্রকাশ করছি না।" কিন্তু সূত্রের খবর, এই বিধানসভা নির্বাচনে আলিমুদ্দিন কংগ্রেসকে ১১০টি আসন ছাড়তে চলেছে। অন্যদিকে বাম কংগ্রেস নেতাদের সমস্যার মুখে ফেলেছেন আব্বাস সিদ্দিকী। জানা যাচ্ছে, আব্বাস সিদ্দিকী দাবি করেছেন ৭২টি আসন, কিন্তু অবশেষে তারা নেমেছেন ৫০ - এ। কিন্তু বাম এবং কংগ্রেস নেতৃত্বের ইচ্ছা যেন আব্বাস সিদ্দিকীর দল ৩০ আসনের মধ্যেই দাবীদাওয়া মিটিয়ে নেয়। এই মর্মে বুধবার বৈঠকে বসতে চলেছেন আব্বাস সিদ্দিকী এবং তার সঙ্গে থাকবেন মোঃ সেলিম এবং আব্দুল মান্নান।