এবার গরুর গাড়িতে চড়ে ভোট প্রচার করলেন লকেট চট্টোপাধ্যায়, ঘুরিয়ে কটাক্ষ তৃণমূলের
তৃণমূল অভিযোগ তুলেছেন, যেভাবে পেট্রোপণ্যের দাম বেড়ে গিয়েছে, তাই লকেট চট্টোপাধ্যায় গরুর গাড়ি বেছে নিয়েছেন
রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে যে কোন কিছু নিয়ে একাধিকবার সরব হয়েছেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। এতদিন ছিলেন সাংসদ আর এবারে বিধানসভা ভোটের ময়দানে বিজেপির হয়ে নামতে চলেছে লকেট চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গিয়েছে এবং জানা যাচ্ছে হুগলি চুঁচুড়ায় তিনি এবারের প্রার্থী হয়েছেন। তারপর থেকেই এবারে হুগলি চুঁচুড়ায় নিজের নির্বাচনী কেন্দ্রের অন্তর্গত পোলবা অঞ্চলে তিনি ভোট প্রচার করতে বেরোলেন। একেবারে অভিনব ভাবে তিনি প্রচার করলেন। এই প্রচার পায়ে হেঁটে নয় তিনি করেছিলেন সরাসরি গরুর গাড়িতে বসে।
যদি সুযোগ পেয়ে লকেট চট্টোপাধ্যায় এর এহেন পদক্ষেপকে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। লকেট চট্টোপাধ্যায় পোলবা অঞ্চলে জনসংযোগ কর্মসূচিতে যোগ দিলেন। তার জন্য তিনি ব্যবহার করলেন একটি গরুর গাড়ি। গরুর গাড়িটিকে গেরুয়া পতাকায় মুড়ে ফেলা হয়েছিল তার জন্য। লকেট চট্টোপাধ্যায় বললেন, "এই এলাকায় প্রচুর কৃষক বাস করেন। আর গরুর গাড়ির সঙ্গে কৃষকদের বহু দিনের গভীর সম্পর্ক। যেহেতু রাজ্যের কৃষকদের অবস্থা খুব খারাপ তাই তাঁদের পাশে দাঁড়াতে, সম্মান জানাতে আমি গরুর গাড়িতে চড়ে প্রচার করছি।" যদিও এই ধরনের প্রচার কে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। তারা বলেছে, "বিজেপির আমলে পেট্রোপণ্যের দাম এত বেড়ে গিয়েছে শেষ পর্যন্ত লকেট চট্টোপাধ্যায় গরুর গাড়ি করে প্রচার করতে শুরু করেছেন।"