এত কোকেন এর আগে একসাথে কলকাতায় কখনো উদ্ধার হয় নি, পামেলা কান্ডের তদন্তে নেমে অভিমত কলকাতা পুলিশের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 27/02/2021   শেষ আপডেট: 27/02/2021 6:36 a.m.
পামেলা গোস্বামী ছবি সংগৃহীত

কোকেন কাণ্ডে জড়িত বিজেপির যুব মহিলা মোর্চার সভাপতি পামেলা গোস্বামী একাধিকবার দাবি করেছেন ইতিমধ্যে এই যে রাকেশ সিং তাকে ফাঁসানোর চেষ্টা করেছেন।

কোকেন কাণ্ডে জড়িত বিজেপির যুব মহিলা মোর্চার সভাপতি পামেলা গোস্বামী একাধিকবার দাবি করেছেন ইতিমধ্যে এই যে রাকেশ সিং তাকে ফাঁসানোর চেষ্টা করেছেন। এছাড়াও রাকেশের ছেলে তার বিরুদ্ধে ষড়যন্ত্রে শামিল ছিল বলেও তার অভিযোগ। এই অভিযোগের পর পামেলা দাবি করেছেন, ঘনিষ্ঠতায় বাধা দেওয়ার জন্য তাকে শারীরিক নিগ্রহের শিকার হতে হয় রাকেশের থেকে। ইতিমধ্যেই কলকাতা পুলিশ মাদক কান্ডের একাধিক যোগ খুঁজতে শুরু করেছে। এছাড়াও শুক্রবার রাকেশ সিংয়ের বাড়িতে তল্লাশি চালিয়ে এসেছে কলকাতা পুলিশ। শুধুমাত্র কলকাতা নয়, এবারের শহরের বাইরে বিভিন্ন জায়গায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার চেষ্টা করছে পুলিশ।

কলকাতায় এর আগে এত পরিমান কোকেন উদ্ধার হয়নি। তাই এই মামলার গুরুত্ব বুঝে, কলকাতা পুলিশ আরও ভালোভাবে তদন্ত করা শুরু করেছে। পাশাপাশি তারা খুঁজতে শুরু করেছে বিজেপি নেত্রী পামেলা গোস্বামী কাদের সঙ্গে যুক্ত ছিলেন। সেই সূত্রে নোটিশ পৌঁছেছে বিজেপি নেতা অনুপম হাজরা এবং শঙ্কুদেব পণ্ডা কাছে। এছাড়াও রাকেশ সিংয়ের বাড়ির পাশে তার কর্মচারীদের বাড়িতে তল্লাশি চালানো হয়। মাদক কাণ্ডে যোগ থাকতে পারে সন্দেহে পুলিশ ১২ জন সন্দেহভাজনকে জেরা এবং শারীরিক পরীক্ষা করেছে ইতিমধ্যেই। এছাড়াও জানা যাচ্ছে, এই কাণ্ডের শিকড় খুঁজে বের করার জন্য তিনটি রাজ্যে তদন্তের জন্য যেতে চলেছে কলকাতা পুলিশের স্পেশাল টিম।