প্রাথমিকের শিক্ষক নিয়োগে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট
এছাড়াও ৪ সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এবারে প্রাথমিকের শিক্ষক নিয়োগে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। তার সাথেই ৪ সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার ঘোষণা করেছে হাইকোর্ট। ফলে এবারে ভোটের আগে নিয়োগপ্রক্রিয়া শেষ হওয়ার আর কোনো সম্ভাবনা নেই। প্রাথমিকে ১৬,৫০০ জনকে নিয়োগের প্রক্রিয়া শুরু করেছিল রাজ্য প্রাথমিক শিক্ষা সংসদ। কিন্তু একদল চাকরি প্রার্থী দাবি করে, এই নিয়োগে অস্বচ্ছতা আছে। তারা অভিযোগ করেছে, শুধুমাত্র এসএমএস করে প্রার্থীদের ডাকা হয়। ফলে এখানে কোনো রকম মেধাতালিকা বা প্যানেল নেই। এর ফলে, কে কত নম্বর পাচ্ছেন, তার কোনো লিস্ট নেই। ফলে দুর্নীতির সম্ভাবনা আছে।
এই মামলার পরিপ্রেক্ষিতে সোমবার এই নিয়োগে স্থগিতাদেশ জারি করা হয়েছে। এছাড়াও ৪ সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভোটের আগে এই নিয়োগে কোনরকম সম্ভাবনা আর নেই। এবারে যা হবে তা হয়তো ভোটের পরেই হবে। ভোটের আগে নিয়োগপ্রক্রিয়া শেষ করে যুবসমাজের মুখে হাসি ফোটানোর চেষ্টা করছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আদালতের এই নির্দেশের পরবর্তীতে এই সম্ভাবনা আর নেই বললেই চলে। এছাড়াও বিজেপি সহ অন্যান্য দলগুলো অভিযোগ করেছেন, মমতা সরকার এই নিয়োগের নাম করে প্রার্থীদের কাছে থেকে লাখ লাখ টাকা নিচ্ছেন। পাশাপাশি এই টাকা ভাইপো অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এ যাচ্ছে বলেও বিরোধীপক্ষের অভিযোগ।