নির্বাচনের আগে দেদার বিকোচ্ছে "খেলা হবে" টিশার্ট, দোকানে দোকানে তরুণ প্রজন্মের উপচে পড়া ভিড়
সম্প্রতি ঝারগ্রাম এর কোর্ট চত্বরে এই খেলা হবে লেখা টি শার্ট দেদার বিকোচ্ছে দেখা গেল।
২০২১ এর বিধানসভা নির্বাচনে বাংলার মসনদে বসতে চলেছেন সেই নিয়ে তৃণমূল এবং বিজেপির মধ্যে লাগাতার দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছে। একদিকে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যিনি তার হ্যাটট্রিকের সামনে রয়েছেন। অন্যদিকে আছে ভারতীয় জনতা পার্টি, যারা এই প্রথমবার জয়ের স্বাদ অনুভব করতে পারে। সকলের মনেই এখন একই প্রশ্ন কে জিতবে এবারের নির্বাচন। আর শাসক হোক বা বিরোধী সবার মুখেই এখন একটাই কথা 'খেলা হবে'। অনুব্রত মণ্ডলের এই ট্রেডমার্ক ডায়ালগ এখন সবার মুখে মুখে ছড়িয়ে গিয়েছে। এবারে বাজারে চলে এসেছে খেলা হবে ছাপানো টি শার্ট। মিটিং মিছিলে শোনা যাচ্ছে এই খেলা হবে ডায়লগ। আর তার সঙ্গে এই ধরনের টি শার্ট এর চাহিদা বেড়ে গিয়েছে।
যে কোন দেওয়ালে দেওয়ালে তাকালে এখন দেখা যাচ্ছে খেলা হবে ডায়লগ। মিটিং মিছিল থেকে শুরু করে সকল জনসভা সব জায়গাতেই খেলা হবে চলছে। শুধুমাত্র অনুব্রত মণ্ডল নয় এখন মুখ্যমন্ত্রী ও স্লোগান দিচ্ছেন খেলা হবে। আর এতেই নির্বাচনী উত্তাপ একেবারে চরমে উঠেছে। টিশার্টে লেখা হচ্ছে খেলা হবে। তরুণ প্রজন্মের সকলেই এই ধরনের টি শার্ট পরতে বেশ পছন্দ করছেন। সম্প্রতি ঝারগ্রাম এর কোর্ট চত্বরে এই খেলা হবে লেখা টি শার্ট দেদার বিকোচ্ছে দেখা গেল। নীল এবং গেরুয়া রঙের টি-শার্ট পাওয়া যাচ্ছে। সাদা এবং লাল আছে, কিন্তু তাদের চাহিদা অত্যন্ত কম। শুধুমাত্র পাড়ার দোকান কেন, এখন অনলাইন মার্কেটেও দেদার বিক্রি হচ্ছে খেলা হবে টি-শার্ট।