মেডিক্যাল সুপারভাইজার সহ একাধিক পদে চালু নতুন নিয়োগ, আবেদনের শেষ তারিখ ২৮ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 25/02/2021   শেষ আপডেট: 25/02/2021 5:56 a.m.

সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনা জেলার স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতির তরফ এ অনেকগুলি পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে

দক্ষিণ ২৪ পরগনা জেলার স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতির তরফ এ অনেকগুলি পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সমপ্রতি। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা ল্যাব টেকনিশিয়ান, স্টাফ নার্স সহ অন্যান্য পদের জন্য এপ্লাই করতে পারবেন। অনলাইনে আবেদন করতে হবে। তবে, এখনো পর্যন্ত পরীক্ষার তারিখ কিন্তু জানানো হয়নি। যেদিন এডমিট কার্ড দেওয়া হবে ঠিক তার ১০ দিন পরে পরীক্ষা নেওয়া হবে বলে জানানো হয়েছে। বর্তমানে, ২৪ পরগনা দক্ষিণ এর স্বাস্থ্য বিভাগের ৫৩টি পদের জন্য নিয়োগ প্রক্রিয়া চালু হয়েছে। শুধুমাত্র দক্ষিণ ২৪ পরগনা নয়, অন্যান্য জেলার আগ্রহী প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।

  1. সিনিয়র টিউবারকুলোসিস ল্যাব সুপারভাইজার এর পদের জন্য প্রার্থীর যোগ্যতা হতে হবে স্নাতক এবং ডি এম এল টি। কম্পিউটারে জ্ঞান এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

  2. সিনিয়র ট্রিটমেন্ট অফিসার যদি হতে হয় তাহলে স্নাতক পাস করতে হবে এবং স্যানিটারি ইনস্পেক্টর কোর্স পাস করতে হবে। এছাড়াও কম্পিউটার এবং ড্রাইভিং লাইসেন্স থাকাও জরুরি।

  3. ল্যাব টেকনিশিয়ান এর জন্য ডি এম এল টি এবং কম্পিউটারের জ্ঞান লাগবে।

  4. স্টাফ নার্স এর জন্য জি এন এম কোর্স করতে হবে।

  5. লেডি কাউন্সিলর এর জন্য মনোবিজ্ঞান, সোশ্যাল ওয়ার্ক, সোশিয়লজি, এনথ্রপলজি, হিউম্যান ডেভেলপমেন্ট এর মধ্যে যে কোন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাগবে। তার পাশাপাশি পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

  6. ল্যাব টেকনিশিয়ান এর জন্য কম্পিউটারের জ্ঞান এবং ডি এম এল টি লাগবে। এটি ব্লাড ব্যাংকের জন্য বিশেষত।

  7. আইসিটিসি ল্যাব টেকনিশিয়ান এর জন্য মেডিকেল ল্যাবরেটরি বা ডিএমএলটি সহ ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সাথে লাগবে কম্পিউটারে জ্ঞান।

  8. আইসিটিসি কাউন্সিলর এর জন্য মনোবিজ্ঞান/সোশ্যাল ওয়ার্ক/সোশিয়লজি/এনথ্রপলজি/হিউম্যান ডেভেলপমেন্ট কোর্সের স্নাতকোত্তর ডিগ্রি এবং এক বছরের অভিজ্ঞতা লাগবে। অথবা আপনি উক্ত করছে স্নাতক ডিগ্রী এবং তিন বছরের অভিজ্ঞতা দেখাতে পারেন।

বয়স সীমা -

  1. সিনিয়র টিউবরকুলোসিস ল্যাব সুপারভাইজার, ল্যাব টেকনিশিয়ান এবং নারী কাউন্সিলর পদের জন্য আপনার বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।
  2. সিনিয়র ট্রিটমেন্ট অফিসারের বয়স থাকতে হবে ২২ থেকে ৪০ বছরের মধ্যে।
  3. ব্লাড ব্যাংকের ল্যাব টেকনিশিয়ান, আইসিটিসি ল্যাব টেকনিশিয়ান সহ কয়েকটি পদের জন্য আপনার বয়স হতে হবে ৬০ বছরের মধ্যে।

আবেদন ফি -

জেনারেল ক্যাটাগরিতে জন্য আবেদন ফি ১০০ টাকা এবং তপশিলি জাতি ও উপজাতির জন্য আবেদন ফি ৫০ টাকা।

কিভাবে এপ্লাই করবেন -

  1. আগেই জানিয়ে রাখি আপনাকে কিন্তু অনলাইনে এপ্লিকেশন জমা করতে হবে।
  2. আবেদন জানান এর পূর্বে বিজ্ঞপ্তি ভাল করে পড়ে নেবেন।
  3. এবারের অফিশিয়াল লিংকে পৌঁছে যান। তারপর কন্টিনিউ এন্ড রেজিস্টার বাটনে ক্লিক করুন। তারপর লগিন করুন।
  4. ফর্ম সম্পূর্ণ ফিলাপ করে টাকা দিন।