স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে খুন, জনতা পুলিশের খণ্ডযুদ্ধ কোচবিহারে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 07/04/2021   শেষ আপডেট: 07/04/2021 2:34 p.m.

মমতার সভার দিনেই গুলিতে মৃত্যু, উত্তপ্ত কোচবিহার

আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়া সভা রয়েছে কোচবিহারে। সভার আগেই এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে খুনের ঘটনার উত্তাল হয়ে ওঠে কোচবিহার। জনতা পুলিশের খণ্ডযুদ্ধ শুরু হয়ে যায়। বিক্ষোভকারী জনতা টায়ার পুড়িয়ে রাস্তায় গাছ ফেলে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ও শেল ফাটায় বলে খবর।

স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে কোচবিহারের ৪ নম্বর ওয়ার্ডের কামেশ্বরী রোডের শান্তিনগর এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালায় একদল দুষ্কৃতী। গুলি চম্পট দেয় সেই দল। স্থানীয় তাকে উদ্ধার করে কোচবিহার মেডিক্যাল কলেজে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করে। মৃত ব্যক্তির নাম প্রাণতোষ সাহা। স্থানীয় এলাকাবাসীর অভিযোগ প্রকাশ্য দিবালোকে এইভাবে দুষ্কৃতীদের আক্রমণ সত্যিই দুর্ভাগ্যজনক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে এলাকাবাসী বিক্ষোভ দেখাতে শুরু করেন। ফলে অল্প সময়ের মধ্যেই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বিশেষ সূত্রের খবর, মৃত প্রাণতোষ সাহা এলাকার বিজেপির সক্রিয় সদস্য ছিল। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই তাকে হত্যা করেছে। যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে। ইতিমধ্যেই কতোয়ালি থানার পুলিশ কয়েক জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন, যদিও মূল অভিযুক্তরা পলাতক।