বৃষ্টিতে নাজেহাল ঘাটাল, কাল পরিদর্শনে যাচ্ছেন সাংসদ দেব

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 03/08/2021   শেষ আপডেট: 03/08/2021 7:01 p.m.
দেব instagram.com/imdevadhikari

বুধবার সকালেই ঘাটালের উদ্দেশে রওনা দেবেন অভিনেতা

টানা বৃষ্টিতে জল জমেছে অধিকাংশ এলাকায়। তার মধ্যে উল্লেখযোগ্য, ঘাটাল (Ghatal)। তাই এবার ঘাটাল পরিদর্শনে যাচ্ছেন সাংসদ দেব (MP Dev)। সংবাদমাধ্যম সূত্রের খবর, বুধবার সকালেই ঘাটালের উদ্দেশে রওনা দেবেন অভিনেতা। খবর, ঘাটালের গোটা এলাকা খতিয়ে দেখবেন তিনি। স্থানীয় বাসিন্দাদের সুবিধা-অসুবিধার কথা শুনবেন। তাদের পরিস্থিতি দেখবেন। এবং সুবিধা মতোন সাহায্য করবেন।

প্রসঙ্গত, শিলাবতীর জলে প্লাবিত ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা। গ্রামাঞ্চলে বহু পরিবার বাড়ির ছাদে আশ্রয় নিয়েছে। জল থইথই ঘাটাল পুর-এলাকাও। বেশ কয়েকটি জায়গায় শিলাবতীর বাঁধ ভেঙে জল ঢুকছে শহরে। চরম দুর্ভোগে সাধারণ মানুষ। কোথাও দুই মানুষ, কোথাও তিন মানুষ সমান জল। বলা যায়, জলের তলায় ডুবে পুরো ঘাটাল। বৃষ্টি কমে গেলেও ঘাটালের অবস্থা এখনও বেশ খারাপ। বহু জায়গায় জমা জল রয়েছে। দাসপুর, চন্দ্রকোণা এলাকাতেও জলের সমস্যা রয়েছে। যাতায়াত করতে হচ্ছে নৌকায়। বৃষ্টিতে জমা জলের কারণে অনেক জায়গায় ট্যাপ কল পর্যন্ত ডুবে গিয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জলের পাউচ দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতেই ঘাটালে যাচ্ছেন দেব।

উল্লেখ্য, গত জুন মাসে DVC ব্যারেজ থেকে জল ছাড়ায় নদীর বাঁধ উপচে ঘাটালে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই সময় নিজের কেন্দ্রের বাসিন্দাদের অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছিলেন দেব। করোনার সময়েও এলাকাবাসীর পাশে ছিলেন দেব।

প্রসঙ্গত, ঘাটালের নদীগুলির জলস্তর আগের তুলনায় কিছুটা কমেছে,বর্তমানে বিপদসীমার নিচেই রয়েছে নদীগুলির জলস্তর। নতুন করে ঘাটাল,দাসপুরে জল না ঢোকায় এবং আবহাওয়ার পরিবর্তন হওয়ায় দ্রুত জলমগ্ন এলাকাগুলি থেকে জল কমবে এমনটাই আশাবাদী ঘাটাল মহকুমা প্রশাসনের।