এই উদারতাই তো সত্যিকারের ধর্ম

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 10/09/2020   শেষ আপডেট: 10/09/2020 8:45 p.m.

নজির সৃষ্টি হল পূর্ব বর্ধমানে

মানুষের মন নাকি দিন দিন সংকীর্ণ হয়ে যাচ্ছে! উদারতা, সহিষ্ণুতার মতো শব্দগুলোর দেখা মিলছে কেবল ডিকশনারিতে-- জীবন থেকে নাকি মুছে গিয়েছে তারা! রাজনীতিতেও সাম্প্রদায়িকতা, সংকীর্ণতার রমরমা। অথচ এই অন্ধকার সময়েও দেখা মেলে কালীকৃষ্ণ মুখোপাধ্যায়ের মতো মানুষদের। ভাবলে অবাক লাগে বৈ কী!

কে এই কালীকৃষ্ণবাবু? ৮৮ বছরের এই বৃদ্ধ পূর্ব বর্ধমানের তালি গ্রামের বাসিন্দা। নৈষ্ঠিক ব্রাহ্মণ পরিবারের সন্তান হলে কী হবে, ছোট থেকে গ্রামের সব ধর্মের মানুষই তাঁর আপনজন। চিরকাল দেখে আসছেন কারও মৃত্যু হলে গ্রামের মুসলমান ধর্মের মানুষকে কবরের একটু মাটির খোঁজে যেতে হয় অন্য গ্রামে-- তালি গ্রামে কোনও কবরস্থান নেই। বুকে ব্যথা বেজেছে কালীকৃষ্ণবাবুর। পরিবারের ১ একরেরও বেশি জমি তিনি তুলে দিয়েছেন কবরস্থান তৈরির জন্যে। সম্প্রতি সেই জমি সরকারি দপ্তরে নথিভুক্ত হল। মিষ্টি নিয়ে দেখা করে হৃদয়ভরা কৃতজ্ঞতা জানিয়ে গেছেন শেখ মইনুদ্দিন, শেখ আরশাদরা, তাঁদের পরমাত্মীয় 'কাকাবাবু'কে। সবিনয়ে কালীকৃষ্ণবাবু জানিয়েছেন, এ তাঁর কর্তব্য। সুযোগসন্ধানী রাজনৈতিক দলগুলি যখন ধর্মের নামে মানুষে মানুষে বিভেদ বাধায়, সত্যমিথ্যায় মিশিয়ে নোংরা প্রচার চালিয়ে ভিন সম্প্রদায়ের বহুদিনের প্রতিবেশীদের বুকে সন্দেহ আর ঘৃণার বীজ বুনে ভোটের বাক্সে তার ফসল তোলে, কালীকৃষ্ণবাবুরা তখন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন সত্যিকারের ধর্ম কাকে বলে।