রাজ্যে উৎসবের মাস জানুয়ারি! বইমেলা থেকে ফিল্ম ফেস্টিভ্যাল, দিন ঘোষণা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 08/11/2021   শেষ আপডেট: 08/11/2021 8:12 p.m.
facebook.com/MamataBanerjeeOfficial/

রাজ্যে বিনিয়োগ টানতে আগামী এপ্রিলেই বসছে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন

ফের কলকাতায় (Kolkata News) হতে চলেছে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন। আগামী বছরেই ২০ এবং ২১ এপ্রিল, এই দু’দিন যাবৎ চলবে এই সম্মেলন। প্রসঙ্গত, গত দু'বছর ধরে করোনার জেরে রাজ্যে অনুষ্ঠিত হয়নি বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন। তবে বর্তমানে করোনার (Coronavirus) প্রকোপ বেশ কম, তাই রাজ্যে বিনিয়োগ টানতে আগামী এপ্রিলেই বসছে এই সম্মেলন।

শুধু বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন নয়, বইপ্রেমীদের (Books Lover) জন্যও সুখবর। আগামী বছরের (2022) জানুয়ারি (January) মাসেই রাজ্যে আটদিন যাবৎ চলবে বই মেলা। জানা গিয়েছে, ৩১ জানুয়ারি কলকাতা বইমেলা (Kolkata Book Fair) শুরু হবে, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। সমস্ত কোভিড বিধি মেনে সল্টলেক (Saltlake Central Park) সেন্ট্রাল পার্কে হবে ২০২২ সালের মেলার আয়োজন। এ বারের থিম দেশ ‘বাংলাদেশ’।

তবে শুধু বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন কিংবা বইমেলা নয়। করোনা আবহেই (Corona Pandemic) ফের কলকাতায় (Kolkata News) অনুষ্ঠিত হতে চলেছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF)। কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল (Kolkata Film Festival) মানেই শহরজুড়ে উৎসবের আমেজ। ২৭ তম আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হবে ২০২২ সাল অর্থাৎ আগামী বছরের ৭ জানুয়ারি থেকে। চলবে ১৪ জানুয়ারি পর্যন্ত।