দলীয় অন্তর্কলহে জেরবার বিজেপি, সামলাতে RSS মন্ত্র শোনালেন দিলীপ ঘোষ
দিলীপ ঘোষ বললেন, "প্রথমে রাষ্ট্র, তারপর দল এবং সবশেষে ব্যক্তি"
একুশে বাংলা বিধানসভা নির্বাচন প্রায় দোড়গোড়ায় এসে উপস্থিত হয়েছে। এই মুহূর্তে বারংবার খবরের শিরোনামে উঠে আসছে বিজেপির মধ্যে প্রার্থী তালিকা নিয়ে অন্তর্দ্বন্দ্ব। আসলে বিজেপি তাদের প্রার্থী তালিকা প্রকাশ করার পর থেকেই রাজ্যজুড়ে বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে আসছে। বিজেপির পুরনো কর্মীরা দলে প্রার্থী হতে না পারায় বিভিন্ন জায়গায় দলের বিরুদ্ধে বিক্ষোভ করছে। তবে এই ক্ষোভে খুব একটা খুশি নয় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কারন রাজ্যজুড়ে দলীয় অশান্তির কারণে কেন্দ্রীয় নেতৃত্বদের কাছে কথা শুনতে হচ্ছে তাকেই। এই প্রসঙ্গে আজ নেটমাধ্যমে দলীয় কর্মীদের বার্তা দিলেন দিলীপ ঘোষ। তিনি আরএসএসের সঙ্ঘ শিক্ষার তিন মন্ত্র স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, "প্রথমে রাষ্ট্র, তারপর দল এবং সবশেষে ব্যক্তি।"
দিলীপ ঘোষ ইংরেজিতে নেট মাধ্যমে লিখেছেন, "নেশন ফার্স্ট, পার্টি সেকেন্ড, সেলফ লাস্ট"। আসলে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রচারক। তিনি এই দলের সমস্ত নীতিতে বিশ্বাস করেন। তিনি তার রাজনৈতিক সফর শুরু করেছিলেন এই আরএসএসের থেকে শিক্ষা নিয়ে। এই মুহূর্তে বাংলায় বিজেপির দলীয় নেতাদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে। সবাই বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে চাইছে। তাই এই মুহূর্তে দিলীপ ঘোষ দলীয় কর্মীদের তাদের আদর্শ মনে করিয়ে দেওয়ার জন্য আরএসএস এর মন্ত্র পাঠ করেছেন। সেইসাথে তিনি আশাবাদী হয়ে বলেছেন, "দ্রুত এই দলীয় কোন্দল মিটে যাবে। সকলে জোট বেঁধে লড়াই শুরু করবে।"